রাজশাহীতে সাবু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকাল ৪ টার সময় ফুদকিপাড়া মুন্নুজান স্কুল মাঠে জয় স্মৃতি ক্লাব ফুদকি পাড়া ও লোকাল নাইন ষ্টার ক্লাব গৌরাঙ্গার মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়।
গ্র্যান্ড ফাইনাল ম্যাচে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় জয় স্মৃতি ক্লাব ফুতকি পাড়া এবং রানার আপ হয় লোকাল নাইন ষ্টার ক্লাব গৌরাঙ্গা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর-এর সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ টেকন সরকার, মোঃ শরীফ আলী মুনমুন, বিপন্ন সরকার, শাহ নেওয়াজ সরকার সেডু, গৌতম দাস ও চনচল সেন পটা প্রমুখ।