আনিছুর রহমান, ১৯৯৭ সালে ৪র্থ শ্রেণীর কর্মচারি পদে নিয়োগ পান বদলগাছীর গোপরচাপাহাট ডিগ্রি কলেজে। কর্মরত ছিলেন ২০০৭ সাল পর্যুন্ত।এই দশ বছরেও অজ্ঞাত কারনে এমপিও করাতে পারেননি কর্তৃপক্ষ।
আনিছুরের দাবী তাকে চাকরি দেবার নামে ও এমপিও করে দিতে তার ও তার বাবার কাছ থেকে জমিসহ নিয়েছেন মোটা অঙ্কের টাকা।এমপিও করানোর জন্য কর্তৃপক্ষকে তাগাদা দেওয়ায় আনিছুরের নামে থানায় করেছেন অভিযোগ।
আনিছুর রহমান বলেন, আমাকে চাকরি দেবার নামে আমার বাবার কাছ থেকে প্রথমে ১০ কাঠা ও পরে ১০ কাঠা জমি নিয়েছে কলেজ কর্তৃপক্ষ আজকাল করেও আমার বেতন খুলে দিচ্ছেনা আমি এখন দিশেহারা।
দীর্ঘদিন চাকরি করার পরেও বেতন পাননি এমন কথাই বলছেন এলাকাবাসী।
কলেজ কর্তৃপক্ষ বলছেন, আমরা বারবার চেষ্টা করেও এমপিও করাতে পারিনি এখনও চেষ্টা অব্যাহত আছে।আনিছুর রহমান তার বেতন চান পেতে চান তার প্রাপ্য সম্মান।