বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের ২য় দিনে বাংলাদেশ গ্রাম থিয়েটারের ভ্রাতৃপ্রতিম সংগঠন “রবীন্দ্র থিয়েটার” মঞ্চায়ন করে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং মাসুম আজিজের নাট্যরূপ ও মেহেদি হাসান হিমুর নির্দেশনায় নাটক “আপদ”।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বাবুল হাসান, আহসান হাবিব, মেহেদি হাসান হিমু, সিমু সূত্রধর, শান্তব্রত সাহা, মওদুদ আহমেদ, কল্যাণ গোস্বামী, সজিব, আসিফ আহমেদ সহ অন্যান্যরা।
সবশেষ সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি, উদীচী শিল্পী গোষ্ঠী সিরাজগঞ্জ, রবীন্দ্র শিল্পী পরিষদ শ্রীকমল সংগীত বিদ্যালয়ের শিল্পীরা গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন৷
তিন দিনের এ অনুষ্ঠান সূচির ২য় দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৬৭ সিরাজগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহম্মদ মাহবুবুর রহমান, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহজাদপুর মো: কামরুজ্জামান।
আপদ নাটক মঞ্চায়িত হওয়ায় অনুষ্ঠানে রবীন্দ্র প্রেমীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ি অডিটোরিয়াম।তিন দিনের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী দিনে ছিল ঢাকার শিল্পীদের পরিবেশনা।