সোমবার, ২০ মে ২০২৪, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালন সারিয়াকান্দিতে উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা বিয়েতে রাজি না হওয়ায় আত্মহত্যা, প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা সারিয়াকান্দির সেই মেধাবী ছাত্র সাকিবুল হাসানের দায়িত্ব নিলেন সাহাদারা মান্নান এমপি সারিয়াকান্দিতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সাকিবুল হাসানের সারিয়াকান্দিতে ইউএনও’র সাথে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন সারিয়াকান্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২ নালিতাবাড়ী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত সারিয়াকান্দিতে অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা’ শীর্ষক ওরিয়েন্টেশন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ৯ প্রার্থীর মনোনয়ন দাখিল: ৩ ভাগে বিভক্ত আ.লীগ

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৫ জুন রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে তিন পদে উপজেলা আওয়ামীলীগ তিন ভাগে বিভক্ত হয়ে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

বৃহস্পতিবার (৯ মে) চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন-বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট লায়েব উদ্দীন, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা আ’লীগের সদস্য রোকনুজ্জামান, বাঘা উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপ্পন ও মেহেদী হাসান,
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারহানা দিল আফরোজ, উপজেলা মহিলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক রিনা খাতুন।

এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের প্রতিলিপি কপি জমা দিয়েছেন চেয়ারম্যান পদে প্রার্থী রোকনুজ্জামান, ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী কামরুজ্জামান, ফাতেমা খাতুন লতা। এ সময় সাথে ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আজিজুল আযম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, সিরাজুল ইসলাম মন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদেক কবির, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, আড়ানী পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শহীদুজ্জামান শাহীদ প্রমুখ।

অপর চেয়ারম্যান পদে প্রার্থী শাহিনুর রহমানের সাথে ছিলেন বাঘা পৌর যুবলীগের সভাপতি শাহিন আলম, সাধারণ সম্পাদক জুবাইদুল হক, তহিদুল ইসলাম, মসলেম উদ্দীন, শামসুজ্জোহা, রফিকুল ইসলাম, আকছেদ আলী, আবুল কাশেম প্রমুখ

উপজেলা পরিষদ নির্বাচনের সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন প্রার্থীরা অনলাইনে মনোয়নপত্র দাখিল করেছেন। তবে প্রার্থীদের অনেকেই মনোয়নপত্রের প্রতিলিপি কপি (হার্টকপি) দাখিল করেন। তিনি আরও বলেন ৯ মে যাচাই-বাছাই ১২ মে, আপিল ১৩-১৫ মে, আপিল নিস্পত্তি ১৬-১৭ মে, প্রার্থীতা প্রত্যাহার ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে।
এ বিষয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় মুঠোফোনে কথা হলে এ্যাডভোকেট লায়েব উদ্দীন বলেন, অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছি, সেক্ষেত্রে প্রতিলিপি কপি জমা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করিনা।
এ নির্বাচনে সমর্থন জানিয়ে আমার সাথে রয়েছেন বাঘা পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য এবং বাঘা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাছ আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, পাকুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ, বাউসা ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদব নুর মোহাম্মদ তুফানসহ স্থানীয় ভোটারা।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, উপজেলার বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নের পর্যায়ে বর্ধিত সভা করে প্রার্থী পছন্দ করা হয়েছে। সেই প্রার্থীর হয়ে প্রতিলিপি কপি উপজেলা পরিষদ নির্বাচনের সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসাসের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − one =


অফিসিয়াল ফেসবুক পেজ

x