সোমবার, ২০ মে ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সারিয়াকান্দিতে উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা বিয়েতে রাজি না হওয়ায় আত্মহত্যা, প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা সারিয়াকান্দির সেই মেধাবী ছাত্র সাকিবুল হাসানের দায়িত্ব নিলেন সাহাদারা মান্নান এমপি সারিয়াকান্দিতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সাকিবুল হাসানের সারিয়াকান্দিতে ইউএনও’র সাথে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন সারিয়াকান্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২ নালিতাবাড়ী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত সারিয়াকান্দিতে অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা’ শীর্ষক ওরিয়েন্টেশন জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ বিজয়ী হলেন যারা

পাভেল মিয়া, বগুড়া জেলা প্রতিনিধি:সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু (কাপ পিরিচ)কে পরাজিত করে সাংসদ পুত্র উপজেলা চেয়ারম্যান মােহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল (আনারস) ৩৭ হাজার ২শ’৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৬হাজার ১শ’৫৩ ভোট।উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহাগ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু (কাপ পিরিচ), সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক কর কমিশনার মােঃ শাহজাহান আলী (ঘোড়া), বর্তমান চেয়ারম্যান সাংসদ পুত্র মােহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল (আনারস), উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম (মোটরসাইকেল) এবং উপজেলা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ (হেলিকপ্টার)।
তবে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম (মোটরসাইকেল) এবং উপজেলা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ (হেলিকপ্টার) প্রতীক পেয়েও নির্বাচন থেকে সরে দাঁড়ান।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে ১৮ হাজার ৯৭৩ ভোট পেয়ে লিখন মিয়া (টিউওবয়েল প্রতীকে) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনুছ আলী (তালা) পেয়েছেন ১০ হাজার ৩৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬ হাজার ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কুলছুমা পারভীন (প্রজাপতি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহিনুর বেগম (ফুটবল) পেয়েছেন ১৯ হাজার ৯৫০ ভোট।
উল্লেখ্য, ভোটগ্রহণের সময়সীমা সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ৭১টি কেন্দ্রে ৩৯৬টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯৬ হাজার১৪২ ও মহিলা ভোটার সংখ্যা ৯৮ হাজার ১৫৬ জন।প্রদত্ত ভোটের শতকরা হার ২৬ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =


অফিসিয়াল ফেসবুক পেজ

x