বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন দুর্গাপুরে প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে আবাদি জমিতে পুকুর খনন মোহনপুরে মদ্যপান অবস্থায় বাইক আরোহী নিহত,আহত ২ মান্দায় মহান মে দিবস পালিত মে দিবসে খাবার স্যালাইন,ক্যাপ ও পানি বিতরণ করল রাজশাহী শিক্ষা বোর্ড জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের উদ্যোগে মহান মে দিবস পালন সারিয়াকান্দিতে দর্জি শ্রমিক ইউনিয়নের মহান মে দিবসে র‌্যালি ও শ্রমিক সমাবেশ সারিয়াকান্দিতে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের র‍্যালী ও শ্রমিক সমাবেশ সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা সারিয়াকান্দিতে প্রতিপক্ষের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে কুতুবপুর গ্রামের বাসিন্দা
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

নকলার জনবান্ধব এসিল্যান্ডের জামালপুরে বদলি

সরকারি চাকরিতে কোন কর্মকর্তা-কর্মচারী সচরাচর তিন বছরের অধিক একই কর্মস্থলে থাকার নজির খুববেশি নজরে পরেনা।সরকারি চাকরির বিধান অথবা জনসেবা বৃদ্ধির স্বার্থে অথবা যেকোন কারনেই হোক একজন সরকারি চাকুরিজীবীকে বদলি হতে হবে এটা স্বাভাবিক।তবে জনবান্ধব কর্মপ্রিয় কোন কর্মকর্তার বদলি হলে তা স্বাভাবিক কারনেই সাধারণ জনগন সহজে মানিয়ে নিতে পারেননা; যদিও মেনে নিতে হয়।

এমন একজন জনবান্ধব কর্মপ্রিয় প্রচারবিমুখ কর্মকর্তা শেরপুরের নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ-এঁর বদলির সংবাদ সাধারণ জনগনের সরলমনে নাড়া দিয়েছে।তাকে নকলা থেকে জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।

নকলায় প্রায় ২ বছর (২২ মাস) কর্মময় জীবনে উপজেলার ভূমি বিষয়ক সেবার মানোন্নয়নে নজির সৃষ্টি করেছেন।সর্বসাধারণ নিজের বাসা-বাড়িতে বসে ভূমির সেবা পেয়েছেন।তাঁর পূর্ববর্তী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহম্মেদের অসাপ্ত কাজ গুলোকে বাস্তবায়ন করতে তিনি নিরলস কাজ করছিলেন।

কাউছার আহম্মেদের শুরু করে যাওয়া দালালমুক্ত ভূমি অফিস গড়ার কাজটি শিহাবুল আরিফ শতভাগ বাস্তবায়ন করেছেন।বন্ধ করেছেন যুগ যুগ ধরে চলে আসা ভূমি সেবা বিষয়ক সকল হয়রানি।তিনি সহজ করেছেন সকল ভূমি সেবা।বলাচলে নকলার ভূমি সেবা এখন প্রতিটি ভূমি মালিকের হাতের মুঠোয়।ভূমি মালিকরা নিজের মোবাইলের মাধ্যমেই তাদের কাঙ্খিত সেবা সমূহ সহজে পাচ্ছেন।ভূমি সংক্রান্ত জনসেবায় শিহাবুল আরিফ যেন নজির সৃষ্টি করে গেলেন।যার ফলশ্রুতিতে সব শ্রেণী-পেশার মানুষের প্রশংসায় ভাসছেন তিনি।

সেবা গ্রহিতা ক্ষুদ্র চাষী মহিদুল ইসলাম বলেন, বেশ কয়েক বছর আগে নিজের জমি খারিজ করতে গিয়ে দালালের ক্ষপ্পরে পরে বিভিন্ন সমস্যার কারনে দীর্ঘদিন ঘুরে অবশেষে ক্ষ্যান্ত হয়ে যাই।মনে কষ্ট নিয়ে ২০২০ সালের শেষ দিকে তথা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহম্মেদ স্যার আসার আগে থেকে শুরু করে তিনি বদলি হওয়া পর্যন্ত আর খারিজের বিষয়ে মাথা ঘামাইনি।তবে যখন লোকমুখে শুনলাম শিহাবুল আরিফ স্যার খুব ভালো লোক, তখন আবার দালাল ছাড়া আমি নিজে আবেদন করি।আবেদনের ১৫ দিনের মাথায় আমি আমার নিজের জমির খারিজ হাতে পেয়ে যাই।

আরেক সেবা গ্রহীতা কলা ব্যবসায়ী লুৎফর রহমান বলেন, আমি অল্পশিক্ষিত ও ছোট ব্যবসায়ী।তাই কাউছার স্যার আসার আগে নাবুঝে আমার জমির খারিজের জন্য এক দালালকে দশ হাজার টাকা দিয়েছিলাম।প্রায় ৩ বছর ঘুরে খারিজ না পেয়ে হতাশ হয়ে যাই।জমির খারিজ ও টাকার আশা বাদ দিয়েছিলাম।তবে শিহাবুল আরিফ স্যার খুব ভালো শুনে পুনরায় আবেদন করি এবং স্যারের সাথে এবিষয়ে সরাসরি কথা বলি।স্যার যথাযথ নিয়মে ২০ দিনের মধ্যে আমার জমি খারিজ করে দিয়েছেন।পাশাপাশি আমার কাছ থেকে টাকা নেওয়া ওই দালালকে ডেকে আমার দেওয়া সব টাকা উদ্ধার করে দিয়েছেন।

এমন অনেক সেবা গ্রহীতার মুখে শিহাবুল আরিফ-এর সুনাম শুনে সবারই ভালো লাগার কথা।ভূমি অফিসকে কাউছার আহম্মেদ ও শিহাবুল আরিফ যেন সেবাগ্রহীতাদের আস্থার জায়গায় পরিণত করেছেন।তাঁরা যেখানেই যাবেন সেখানকার সেবার মান দিন দিন উন্নত হতে বাধ্য বলেও অনেকে মন্তব্য করেন।

জানা গেছে, শিহাবুল আরিফ নকলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ-এঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন।তিনি ৩৭তম বিসিএস-এ ক্যডার ভুক্ত হন।২০১৯ সালের মাঝামাঝিতে তিনি মুন্সিগঞ্জ জেলায় সহকারী কমিশনার হিসেবে কাজে যোগদান করেন।২ বছর পরে কিশোরগঞ্জে বদলি হয়ে ২০২১ সালের জুন পর্যন্ত সেখানে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।দ্বিতীয়বার ১ বছর পরেই তাকে বদলি করে শেরপুরের নকলা উপজেলায় দেওয়া হয়।

সবশেষে চলতি বছরের চলতি মাসে নকলায় তাঁর ২২ মাসের কর্মময় জীবন শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফকে জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 14 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x