রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জনগনকে রাস্তা কিনে গোদাগাড়ী চর আষাড়িয়াদহ যেতে হয় রাজশাহীতে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন তাহেরপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ আলো খন্দকারের মৃত্যুবার্ষিকী পালিত সারিয়াকান্দিতে সংবাদ সম্মেলনে স্বীকার করলেন ঘর তোলার কথা! সারিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত সারিয়াকান্দিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত সারিয়াকান্দিতে থানার নবাগত ওসির যোগদান ও বিদায়ী ওসিকে সংবর্ধনা রাজশাহীতে ৬৫ হাজার ২০৫ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল সারিয়াকান্দি উপজেলা বাল্য বিবাহ নিরোধ কমিটির কর্মশালা অনুষ্ঠিত রাজশাহী শিক্ষা বোর্ড কর্মকর্তা জাহিদুরের বিরুদ্ধে শ্লীলতাহানি’র অভিযোগ
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

দুমকিতে ভুয়া ৩ ডিবি পুলিশ আটক!

ডিবি পুলিশ পরিচয়ে ডাকাত সদস্যের ৩ জনকে আটক করেছে দুমকি থানা পুলিশ।

আটককৃতরা হলেন মো: খলিলুর রহমান (৪৫) মো: রিপন (৩৫) মো: রুবেল (৩০)।

এ সময় তাদের সাথে থাকা নগদ ৪ লাখ ১৭ হাজার টাকা, ডিবির পোষাক ও ওয়াকিটকি জব্দ করা হয়।

রবিবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার ওসি মো. আব্দুল হান্নান ও ওসি তদন্ত মাহাবুব’র নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটককৃত খলিল পটুয়াখালীর দশমিনা থানার রাম বল্লব এলাকার হাসেম’র ছেলে ও রিপন পটুয়াখালী সদর থানার সোহরাব হোসেন’র ছেলে এবং রুবেল জেলার মির্জাগঞ্জ”র আউয়াল বিশ্বাসের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, ঢাকায় ডিবির পোষাক পরে ডাকাতি শেষে ৬ জনের ডাকাত চক্র একটি প্রাইভেট কার নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা করেন।পথিমধ্যে লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় ধরা খান তারা।পরে তাদের পরিচয় জানতে চাইলে গাড়ি রেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে ৩ জনকে আটক করতে সক্ষম হন এবং বাকি ৩ জন পালিয়ে যান।পরে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৪ লাখ ১৭ হাজার টাকা ও ডিবির পোষাক এবং ওয়াকিটকি উদ্ধার করা হয় এবং প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

দুমকি থানা অফিসার ইনচার্জ মো আব্দুল হান্নান বলেন, তারা ডিবি পরিচয়ে বিভিন্ন জায়গায় ডাকাতি করতো।তাদের জিজ্ঞাসাবাদ করলে হয়তো আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে।তাছাড়া খবর পেয়ে আমাদের পুলিশ সুপার মহোদয় সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এবং এই চক্রের মূল হোতাদের গ্রেফতারের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ