বগুড়া সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মাদক ব্যবসায়ী আন্দরবাড়ী এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মোঃ আব্দুর রশিদ (৫০) কে ২ (দুই) গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে তাহার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী চন্দনবাইশা ইউনিয়নের আদবাড়িয়া মৃত শাহ নুরুল ইসলামের ছেলে শাহ আমিরুল ইসলাম (মুসা) ও ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫১ ধারায় আসামী বাগবেড় কালিতলা শুকুর আলীর ছেলে মোঃ আশিক মিয়া (২৭)।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজেশ কুমার চক্রবর্তী বলেন, সকল আসামীকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।