মোহনপুরে গোল্ডেন লাইফ ইনসিওরেন্স উন্নয়ন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:৫৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ২৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ প্রতিপাদ্য বীমা খাতের উন্নয়নের জন্য এবং বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে জাতীয় বীমা দিবস-২০২৩ ঘোষনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বীমা খাতে মানুষের আগ্রহ দ্বিগুণ হারে বেড়ে চলেছে। এরই ধারাবাহিকতায় রাজশাহীর মোহনপুরে গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেড (আলফালাহ প্রকল্প) শাখা অফিস উদ্বোধন ও উন্নয়ন মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলার হাসনাবাদ এলাকার আলতাফ হোসেন এর বাসভবনের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিঃ এর সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোশাররফ হোসেন।
প্রধান অতিথি ছিলেন গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিঃ উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইব্রাহিম আলী সরদার। বিশেষ অতিথি ছিলেন নাটোর জেলার জিএম বিমাবিদ অধ্যক্ষ শেখ মোঃ রকিবুল ইসলাম, রাজশাহী জজ কোর্টের আইনজীবী মোঃ হিমেল হোসেন সোহাগ, পল্লী চিকিৎসক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন, জাহানাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাংবাদিক মোঃ শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণরা উপস্থিত ছিলেন।