লেডিস ক্লাব ইউএইর আন্তর্জাতিক নারী দিবস পালন

- আপডেট সময় : ০৮:২৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩ ৯৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই কর্তৃক গতক শুক্রবার (১০ মার্চ) রাতে দুবাইয়ের স্থানীয় একটি হোটেলে হলরুমে আন্তর্জাতিক নারী দিবস পালন করছে বর্ণিল সাজে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে।
লেডিস ক্লাব ইউএইর প্রতিষ্ঠাতা এডমিন লিজা হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই নিযুক্ত মান্যবর কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সহধর্মিনী ও ওমেন এসোসিয়েশন দুবাই সভানেত্রী, ইউএই ডিপ্লোম্যাট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবিদা হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সিআইপি জেসমিন মাহবুব।
বক্তব্য রাখেন গ্রুপ এডমিন লাবণ্য আদিল, গ্রুপ মডারেটর নিশাত জাহান চৌধুরী নিশু, সাথী আলী, সাবিনা সুলতানা, কাউসার নাজ, রুমানা আক্তার, শবনম আক্তার, শারমিন রাখী, নাসরিন সুলতানা, নাজমা সুলতানা প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন তাকিয়া সুলতানা ও অচেনা সুলতানা তানিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি আবিদা হোসেন বলেছেন, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর।অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।কাজী নজরুল ইসলাম নারী কবিতায় পৃথিবীর সব নারীর জন্য এক অনুপ্রেরণার পাথেয়।যুগে যুগে নারীরা মাইলফলক হিসেবে অবদান রেখে চলেছেন।