রাজশাহী : রাজশাহী নগরীর চিকিৎসা বাণিজ্য কেন্দ্র লক্ষীপুর কাঁচাবাজার এলাকায় জাস্ট ইন (JUST INN) নামের একটি অভিজাত আবাসিক হোটেল’র শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ২৪ নভেম্বর শুক্রবার বিকালে লক্ষীপুর কাচা বাজার টিবি রোড সরকার প্লাজার তৃতীয় তলায় দোয়া ও আলোচনা সভার মাধ্যমে হোটেলটির শুভ উদ্বোধ ঘোষণা করেন বিশিষ্ট ব্যবসায়ী আবাসিক হোটেল “জাস্ট ইন” এর চেয়ারম্যান মুরশিদ কামাল (রানা)।
হোটেল মালিক রানা বলেন, আধুনিক নগরী রাজশাহীতে চিকিৎসা বানিজ্যে প্রভাব বৃদ্ধি পাওয়ায় এখানে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তার স্বজনদের কথা মাথায় রেখে আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ আবাসিক হোটেল জাস্ট ইন এর শুভ উদ্বোধন করছি।
হোটেলটি উদ্বোধন করার সময় অন্যান্যদের মাঝে যারা উপস্থিত ছিলেন তারা হলেন, মহানগর আওয়ামী যুবলীগ সাবেক সভাপতি আরশাদ হোসেন নবাব, সিঙ্গার লক্ষিপুর শাখা ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মোস্তফা কামাল, হোটেল জাস্ট ইন পার্টনার মুনসুর রকিব, লক্ষিপুর প্রভাতি সংঘের সহ সভাপতি মোঃ ওয়ারেস হোসেন, নাটোর সুগার মিল অবসরপ্রাপ্ত ম্যানেজার নওসের আলী পেল্টু, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ রাজশাহী স্পেশাল পাবলিক প্রসিকিউটর আইনজীবী সৈয়দা শামসুন্নাহার মুক্তি, রাজপাড়া থানা (আরএমপি) সেকেন্ড অফিসার কাজল নন্দি, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম প্রমুখ।
আলোচনা শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন লক্ষীপুর চৌরঙ্গি মসজিদের পেশ ঈমাম মাওলানা মোঃ মামুনুর রশীদ।
আবাসিক হোটেল জাস্ট ইন শুভ উদ্বোধন উপলক্ষে রাত্রি যাপনের জন্য ডিসেম্বর-২৩ পর্যন্ত ৫০ শতাংশ ছাড় ঘোষনা দিয়েছেন হোটেল কর্তৃপক্ষ।