হারিয়ে যাওয়া স্মৃতি/স্মৃতির আড়ালে

- আপডেট সময় : ০২:০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ ৯১ বার পড়া হয়েছে

হারিয়ে যাওয়া স্মৃতি/স্মৃতির আড়ালে,
কলমে -বাদল বর্মন
কোথায় যেন হারিয়ে গেছে !
আমার আদরের ছোট্টবেলা
বেশ কাটতো দিনগুলি গাঙের জলে ভেসে ভেলা,
রঙিন খামে আসতো কতো উড়ো চিঠি, কোনো এক বার- দুপুরে,
সুর তুলে নুপুরে।
অনিল সুনীল বিমল ভজন সকল সহপাঠীর একসাথে রোজ স্কুল গেটে হতো দেখা ,
সম্মুখে ছিলো আমাদের বিবর্ণ এক স্বপ্ন রেখা,
সোনালী রোদের ঝিকিমিকি ;
কতো না খেলতাম আমরা ইকিরমিকির চামচিকি !
খালের কাদা মাটির স্নিগ্ধ সবুজ পাতার গন্ধ,
পেছন ফিরে অতীত দেখার পথগুলো যে আজ বন্ধ।
রোজ বিকেলে গোল্লাছুট আর কানামাছি ভো-ভো খেলা,
নিত্য আমাদের এ ভাবেই কাটতো যে, বেশ বেলা ।
কখনো আম গাছে, কখনো বা জাম গাছের ডালে,
নিত্য চড়ে বেড়াতাম আমাদের বারান্দা ঘরের চালে ,
ইজল গাছের ডালে বসে শুনতাম বিহঙ্গ বিধুর কতো না মধুর গান,
অলকে পুলকে ভরে যেতো আমাদের হৃদয় সর্বাঙ্গ প্রাণ।
কোথায় যেন হারিয়ে গেছে !
আমার আদরের ছোট্ট বেলা,
বেশ কাটতো দিনগুলি গাঙ্গের জলে ভেসে ভেলা ,
গাঙ্গের জলে ভেসে ভেলা।