রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
সারিয়াকান্দিতে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি’র সমর্থক অপহরণ,থানায় অভিযোগ নাগরপুরে ইমামদের সাথে নির্বাচন কেন্দ্রীক মতবিনিময় নৌকা প্রার্থী আহসানুল ইসলাম টিটু’র গলাচিপায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ভাস্কর শিল্পী সুমন কে উপহার দিলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস ছাত্র জমিয়ত আলীনগর ইউনিয়ন শাখার কাউন্সিল ও সংবর্ধনা বিচারকের সহযোগিতায় জোড়া লাগল ভেঙে যাওয়া সংসার দুমকীতে ভাগ্নের বিরুদ্ধে মামীকে শ্বাসরোধে হত্যা চেষ্টার অভিযোগ ঠাকুরগাঁও-৩ আসনে শেষ দিনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা ঈশ্বরদীতে ‘নিউক্লিয়ার ডে’ উদযাপিত বগুড়া-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন সাংবাদিক নয়ন রায়
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

শাহজাদপুরে নরিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্নসাৎ ও নিয়োগে অনিয়মের অভিযোগ

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে নরিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলমের বিরুদ্ধে অর্থ আত্মসাত, ভাইবা ছাড়াই নিয়োগ প্রদান সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

নিয়োগ কার্যক্রম বন্ধ ঘোষনা করার পর ভাইবা ছাড়াই গোপনে নিয়োগ প্রদানের অভিযোগ উঠেছে।

সম্প্রতি হাজী নিজাম উদ্দিন নামে এলাকা একজন প্রবীন ব্যাক্তি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে।

লিখিত অভিযোগ সুত্রে এবং স্থানীয় বাসিন্দা দুলাল ব্যাপারীসহ এলাকাবাসী সুত্রে জানা গেছে, প্রধান শিক্ষক বিদ্যালয়ের আয়া ও অফিস সহকারী কাম কম্পিউটার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।চলতি অক্টোবর মাসের ১০ তারিখে এ দুটি পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়।আগে থেকেই অফিস সহায়ক পদে শাহীন ও আয়া পদে নাছিমার কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে এদুজনের নিয়োগ চুড়ান্ত করে রাখা হয়েছে এবং পরীক্ষার নামে একটি আইওয়াশ নাটক সাজানো হয়েছে এরকম খবর এলাকায় ছড়িয়ে পড়ে পরীক্ষার কয়দিন আগেই।

এলাকায় চরম উত্তেজনাও দেখা দেয় এ নিয়োগকে কেন্দ্র করে।টান টান উত্তেজনা বিরাজ করছিলো।

পরীক্ষার দিন নানা অনিয়মের অভিযোগ ওঠার পর ডিজির প্রতিনিধি উল্লাপাড়া সরকারি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম শাহাদত হোসেন ওইদিন নিয়োগ কার্যক্রম স্থগিত করে বিদ্যালয় ত্যাগ করেন।স্থগিতের এক সপ্তাহ পরেই কোনরকম নিয়মনীতির তোয়াক্কা না করে ভাইবা না নিয়েই টাকার বিনিময়ে পরীক্ষার আগে থেকেই গোপনে নিয়োগ চুড়ান্ত করে রাখা অফিস সহায়ক পদে শাহীন ও আয়া পদে নাছিমাকে নিয়োগ দিয়েছে প্রধান শিক্ষক।

শুধু তাই নয়, প্রধান শিক্ষক শামসুল আলম হ্যাপী চাকুরী দেওয়ার কথা বলে একাধিক চাকুরী প্রার্থীর নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে চাকুরী না দিয়ে অর্থ আত্মসাত করেছে বলে অভিযোগ উঠেছে।

চাকুরী প্রার্থী আব্দুল হালিম নামে একজনের নিকট থেকে ১৬ লক্ষ টাকা নিয়েও তাকে চাকুরী দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

এব্যাপারে, সম্প্রতি যোগদান কৃত অফিস সহায়ক শাহীন বিষয়টি এড়িয়ে গেলেও আয়া পদে যোগদানকারী নাছিমা বলেন, ভাইবা ছাড়াই নিয়োগ হয়েছে।

প্রধান শিক্ষক শামসুল আলমের বিচার দাবি করেছে এলাকাবাসী।এ বিষয়ে প্রধান শিক্ষক শামসুল আলম সকল অভিযোগ অস্বীকার করেন।

এব্যাপারে শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাহাদত হোসেন বলেন, একটি অভিযোগ পেয়েছি।তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ