শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সারিয়াকান্দির সেই মেধাবী ছাত্র সাকিবুল হাসানের দায়িত্ব নিলেন সাহাদারা মান্নান এমপি সারিয়াকান্দিতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সাকিবুল হাসানের সারিয়াকান্দিতে ইউএনও’র সাথে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন সারিয়াকান্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২ নালিতাবাড়ী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত সারিয়াকান্দিতে অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা’ শীর্ষক ওরিয়েন্টেশন জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাত শাহজাদপুরে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুস্তাক আহমেদের মতবিনিময় অনুষ্ঠিত
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

নড়াইলে শারদীয় দুর্গা পূজা পালিত হবে নিশ্চিদ্র নিরাপত্তায় গুজবে কান দিবেন না :জেলা পুলিশ

সোমবার (২ আগস্ট) নড়াইল জেলা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায় নড়াইল জেলার কালিয়া থানা এলাকার ৮৯ টি পূজা মন্ডপের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নড়াইল; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার, অশোক কুমার ঘোষ, সভাপতি, কালিয়া থানা পূজা উদযাপন কমিটি এবং তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক, কালিয়া থানা পূজা উদযাপন কমিটি, নড়াইল।

সভাপতিত্ব করেন তাসমীম আলম, অফিসার ইনচার্জ, কালিয়া থানা, নড়াইল।

পুলিশ পরিদর্শক(তদন্ত), কালিয়া থানা মো: রতনুজ্জামানের সঞ্চালনায় কালিয়া থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস বলেন, “আসন্ন শারদীয় দুর্গা পূজায় সর্বস্তরের জনগণ যাতে নির্বিঘ্নে পুজা উদযাপন করতে পারে সেজন্য কালিয়া থানা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”

কালিয়া থানা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার ঘোষ বলেন, “কালিয়া থানা এলাকায় সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রয়েছে।আসন্ন শারদীয় দুর্গা পূজায় এ সম্প্রতির বন্ধন আরো অটুট হবে।”

সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন সার্বজনীন দুর্গোৎসব-২০২৩ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নড়াইল জেলা পুলিশের গৃহিত পদক্ষেপ ও দিক নিদের্শনামূলক বক্তব্য রাখেন প্রণব কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কালিয়া সার্কেল, নড়াইল।

প্রধান অতিথি তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নড়াইল বলেন,” নিশ্ছিদ্র নিরাপত্তায় পালিত হবে পূজা উৎসব।আপনাদের পাশে আমরা আছি। কোন ধরনের গুজবে কান দিবেন না।এক ধরনের লোক গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করতে চায়।নড়াইল জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের বিষয়ে আপনারা সজাগ থাকবেন।”

পরিশেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি তাসমীম আলম, অফিসার ইনচার্জ, কালিয়া থানা সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে পালনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন করতে সকলকে আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =


অফিসিয়াল ফেসবুক পেজ

x