রাজশাহীর বাঘায় ৫০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার – ১

- আপডেট সময় : ০৭:০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১০১৫ বার পড়া হয়েছে

রাজশাহীর বাঘায় অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেন্সিডিলসহ শহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাত ৪টার দিকে বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের শহিদুল ইসলামের নিজ বসত বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। শহিদুল ইসলাম উপজেলার পাকুড়িয়া গ্রামের নূর জামাল এর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পাকুড়িয়া গ্রামে শহিদুল ইসলামের নিজ বসত বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ফেন্সিডিল বিক্রি করছেন। এই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পালানো চেষ্টা কালে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজ বসত বাড়ি প্রবেশের গেটের পূর্ব পার্শে¦ তিনটি প্লাষ্টিকের বস্তায় ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শহিদুল ইসলামের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। শহিদুল ইসলাম একজন চিহ্নিত মাদক কারবারি। তার নামে বাঘা থানায় ৮টি মামলা হয়েছে ।
বাঘা থানার ডিউটি অফিসার উপ-সহকারি পরিদর্শক হাসনা বানু জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শহিদুল ইসলাম নামে মামলা বিষয়টি নিশ্চিত করেন।