নিজস্ব প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মান্দা থানা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
শুক্রবার (০৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার মান্দা সদর ইউনিয়নের ঘাটকোর বাজার থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মান্দা সদর ইউনিয়নের ঘাটকোর সরদার পাড়ার শ্রী কাঞ্চন সরকার ও তার স্ত্রী আরতি সরকার।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, স্বামী শ্রী কাঞ্চন সরকার ও তার স্ত্রী আরতি সরকার দম্পতি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। এমন তথ্যের ভিত্তিতে এসআই আমিনুল ইসলাম সঙ্গীও অফিসার ফোর্সসহ ঘাটকোর বাজারে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতার স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।