বগুড়ার নন্দীগ্রামে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে গণভবন প্রান্ত হতে তিনি ভার্চুয়ালী সংযুক্ত থেকে দেশের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন।
এর মধ্যে নন্দীগ্রাম মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রও রয়েছে।
নন্দীগ্রাম মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, গণপূর্ত অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী এএইচএম শাহরিয়ার, নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, উপজেলা প্রকৌশলী শাহনেওয়াজ, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, জেলা পরিষদের সদস্য মুকুল হোসেন, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, রেজাউল করিম কামাল, আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।