শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বিয়েতে রাজি না হওয়ায় আত্মহত্যা, প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা সারিয়াকান্দির সেই মেধাবী ছাত্র সাকিবুল হাসানের দায়িত্ব নিলেন সাহাদারা মান্নান এমপি সারিয়াকান্দিতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সাকিবুল হাসানের সারিয়াকান্দিতে ইউএনও’র সাথে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন সারিয়াকান্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২ নালিতাবাড়ী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত সারিয়াকান্দিতে অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা’ শীর্ষক ওরিয়েন্টেশন জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাত
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

রায়গঞ্জে ব্রহ্মগাছায় কর্মসৃজন প্রকল্পের সিংহভাগ টাকা হরিলুটের পাঁয়তারা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্রহ্মগাছা ইউনিয়নের হাসিল রঘুনাথপুর গ্রামে কর্ম সৃজন প্রকল্পে ৪১ জন শ্রমিকের স্থলে ১৫ জন শ্রমিক উপস্থিত।প্রকল্প চেয়ারম্যান কর্তৃক সিংহ ভাগ টাকা হরিলুটের পাঁয়তারা চলছে।

জানা যায়, উপজেলায় ৯টি ইউনিয়নে বৈরী আবহাওয়ার কারণে কোন কোন প্রকল্পগুলোতে শ্রমিকদের উপস্থিতি অর্ধেকের নিচে নেমে এসেছে।

এমন অভিযোগের প্রেক্ষিতে (২১ শে এপ্রিল) রবিবার দুপুরে স্থানীয় ক’জন সংবাদকর্মী ব্রহ্মগাছা ইউনিয়নে সরেজমিন প্রকল্প পরিদর্শনে যান।এ সময় হাসিল রঘুনাথপুর মজিদের বাড়ি হইতে শহিদুলের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতের প্রকল্পের কাজ দেখতে গিয়ে ৪১ জন শ্রমিক স্থলে মাত্র ১৫ জন শ্রমিক উপস্থিত পাওয়া যায়।

প্রকল্পটিতে ১১ জন মহিলা শ্রমিক ও ৩০ জন পুরুষ শ্রমিক সহ মোট ৪১ জন শ্রমিকের বিপরীতে অর্থ বরাদ্দ দেওয়া হয়।কিন্তু সংশ্লিষ্ট প্রকল্প চেয়ারম্যান জাকির হোসেন ৪১ জন শ্রমিকের স্থলে প্রতিদিন মাত্র ১৫ জন শ্রমিক দ্বারা প্রকল্পের কাজ করিয়ে নিচ্ছেন।প্রতিদিন শ্রমিক হাজিরা মনিটরিং সেল অজ্ঞত কারণে বাতিল করা হয়েছে।এ কারণে প্রকল্প চেয়ারম্যানগণ তাদের ইচ্ছামত শ্রমিক হাজিরা দেখিয়ে প্রকল্পের বিপরীতে বরাদ্দকৃত সিংহভাগ টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছে।

এ বিষয়ে প্রকল্প চেয়ারম্যান ও ইউপি সদস্য মোঃ জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, কর্মসৃজন প্রকল্প গুলো এ রকমই হয়ে থাকে।আমার ৪১ জন শ্রমিকদের মধ্যে চেয়ারম্যানের ভিআইপি শ্রমিক ৫ জন, মহিলা ইউপি সদস্যের ১ জন, পিআইও অফিস ও ম্যানেজ করতে হয়।তাহলে বলেন শ্রমিক কম না থাকলে এগুল কেমনে ম্যানেজ করবো।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান গোলাম সরোওয়ার লিটনের কাছে জানতে তিনি বলেন, বিষয়টি আমি অবগত নই।প্রকল্পে শ্রমিক কম নেয়ার কোন সুযোগ নেই।বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

কর্মসৃজন প্রকল্পের অনিয়মের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানীর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত নই।তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 5 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x