বুধবার, ০১ মে ২০২৪, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা সারিয়াকান্দিতে প্রতিপক্ষের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে কুতুবপুর গ্রামের বাসিন্দা সারিয়াকান্দিতে তীব্র তাপদাহে প্রাণিসম্পদ সুরক্ষায় করণীয় বিষয়ে লিফলেট বিতরণ সারিয়াকান্দিতে সহম্রাধিক তৃষ্ণার্তদের শরবত খাওয়ালো ইসলামী দাওয়াহ্ সেন্টার জুয়া খেলে বাগমারায় জিরো থেকে হিরো কে এই ফিরোজ? তীব্র খরায় খাদ্য সামগ্রী নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে ডা. অর্ণা জামান সারিয়াকান্দিতে উপজেলা পরিষদ নির্বাচনে সাখাওয়াত হোসেন সজলকে বিজয় করা লক্ষে মতবিনিময়সভা বজ্রপাতে নিহত নাবিল খানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ,এখনো কাঁদছে পরিবার সারিয়াকান্দিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ বাবার আদর্শ ধরে মানুষের স্বার্থে মানুষের জন্য কাজ করতে চাই: সাখাওয়াত হোসেন সজল
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত হলেন মেয়র জিয়াউল হক জুয়েল

পটুয়াখালীর বাউফল পৌরসভার মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক জুয়েল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।তিনি এই ফেডারেশনের সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

জাতীয় ক্রিড়া পরিষদ’র (এনএসসি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এনএসসি সূত্রে জানা গেছে, সোমবার (২২ মে) বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।কিন্তু, মনোনোয়ন প্রত্যাহারের দিনে দুই প্যানেল থেকেই সমাঝোতা করে ২৪ জন ব্যাতিত সকলের মনোনয়ন প্রত্যাহার করে নেয়া হয়।ফলে আজ নির্বাচনে ভোট গ্রহণ করার প্রয়োজন হয়নি।২৪ পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিধি অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নিয়ে ব্যাডমিন্টন ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

এই কার্যনির্বাহী কমিটিতে মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।এর আগে তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব শেখ হামিম হাসান বলেন, নির্বাচনি তফসিল অনুসারে মননোয়ন প্রত্যাহারের দিনে ২৪ পদের বিপরীতে ২৪ জন প্রার্থী ছাড়া সকলে মনোনয়ন প্রত্যাহার করেছে এবং সমঝোতার মাধ্যমে একটি সমন্বিত প্যানেল জমা দেয়া হয়েছে।তাই এনএসসি’র বিধান অনুসারে সকল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় ২০২০ সালের সেপ্টেম্বরে ব্যাডমিন্টন ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ।করোনা মহামারির কারণে দীর্ঘ প্রায় দেড় বছর পর এই ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন হয়েছে।

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নবনির্বাচিত সহ-সভাপতি ও বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক জুয়েল বলেন, জেলা, বিভাগ এবং ক্লাবকে নিয়ে সমন্বয় করে সুন্দরভাবে ব্যাডমিন্টনকে আরও গতিশীল এবং উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে যাবো এটাই আমার প্রত্যাশা।

ব্যাডমিন্টন খেলোয়াড়দের জীবনমান উন্নয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি অতীতে ব্যাডমিন্টন খেলোয়াড়দের সুখে-দুঃখে যেভাবে পাশে ছিলাম, আগামী দিনেও সেভাবেই তাদের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাবো।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =


অফিসিয়াল ফেসবুক পেজ

x