টাংগাইলের দেলদুয়ারে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক প্রতিরোধ, সাম্প্রতিক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সামাজিক সমস্যা নিরসন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) দেলদুয়ার উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এ সময় আরও উপস্থিত ছিলেন, দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারহানা আলী, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোহাম্মদ আলী, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, সহ সভাপতি প্রতাপ মুকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ এহসানুল হক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা আক্তার সহ ইমামবৃন্দ।