বুধবার, ০১ মে ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা সারিয়াকান্দিতে প্রতিপক্ষের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে কুতুবপুর গ্রামের বাসিন্দা সারিয়াকান্দিতে তীব্র তাপদাহে প্রাণিসম্পদ সুরক্ষায় করণীয় বিষয়ে লিফলেট বিতরণ সারিয়াকান্দিতে সহম্রাধিক তৃষ্ণার্তদের শরবত খাওয়ালো ইসলামী দাওয়াহ্ সেন্টার জুয়া খেলে বাগমারায় জিরো থেকে হিরো কে এই ফিরোজ? তীব্র খরায় খাদ্য সামগ্রী নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে ডা. অর্ণা জামান সারিয়াকান্দিতে উপজেলা পরিষদ নির্বাচনে সাখাওয়াত হোসেন সজলকে বিজয় করা লক্ষে মতবিনিময়সভা বজ্রপাতে নিহত নাবিল খানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ,এখনো কাঁদছে পরিবার সারিয়াকান্দিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ বাবার আদর্শ ধরে মানুষের স্বার্থে মানুষের জন্য কাজ করতে চাই: সাখাওয়াত হোসেন সজল
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

পাইকগাছায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করলেন এমপি

খুলনার পাইকগাছায় ২০২৩-২০২৪ অর্থবছরে খরিপ-১ ২০২৪-২৫ মৌসুমে পাট ও উফশী আউশ ধান ফসল এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন এর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন খুলনা-৬ পাইকগাছা কয়রার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রশীদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক গুনে গুণান্বিত, এরই অংশ হিসেবে কৃষি বিষয়ে তিনি সারা বাংলাদেশে ব্যাপক বিপ্লব ঘটিয়েছে।যার সুফল হিসেবে আপনারা বর্তমান সরকার কর্তৃক বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার সহ কৃষি বিষয়ে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন।

বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে অফিস চত্বরে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ও কৃষিবীদ অসীম কুমার দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী।

এসময়ে আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ নেতা মৃণাল কান্তি বাছাড়, প্রভাষক বাবলুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ।

বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভায় মোট ২০০ জনকে ১ কেজি করে পাট বীজ এবং উফশী আউশ ধান চাষের জন্য ২০০ জনকে ৫ কেজি করে ধানের বীজ ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি বিতরণ করা হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − eight =


অফিসিয়াল ফেসবুক পেজ

x