বুধবার, ০১ মে ২০২৪, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা সারিয়াকান্দিতে প্রতিপক্ষের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে কুতুবপুর গ্রামের বাসিন্দা সারিয়াকান্দিতে তীব্র তাপদাহে প্রাণিসম্পদ সুরক্ষায় করণীয় বিষয়ে লিফলেট বিতরণ সারিয়াকান্দিতে সহম্রাধিক তৃষ্ণার্তদের শরবত খাওয়ালো ইসলামী দাওয়াহ্ সেন্টার জুয়া খেলে বাগমারায় জিরো থেকে হিরো কে এই ফিরোজ? তীব্র খরায় খাদ্য সামগ্রী নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে ডা. অর্ণা জামান সারিয়াকান্দিতে উপজেলা পরিষদ নির্বাচনে সাখাওয়াত হোসেন সজলকে বিজয় করা লক্ষে মতবিনিময়সভা বজ্রপাতে নিহত নাবিল খানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ,এখনো কাঁদছে পরিবার সারিয়াকান্দিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ বাবার আদর্শ ধরে মানুষের স্বার্থে মানুষের জন্য কাজ করতে চাই: সাখাওয়াত হোসেন সজল
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

বগুড়ার মহাস্থানে জিম্মি করে কলা-বোঝাই ট্রাক ছিনতাই : আটক ১

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে কলাবাহী ট্রাকের মালিককে জিম্মি করে কলা বিক্রি করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় তৎক্ষনাৎ শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১ জনকে আটক করেছে।

জানা যায়, সোমবার সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর সোনাতলা থেকে কলা-বোঝাই একটি ট্রাক কলা বিক্রির জন্য বগুড়ার শেরপুর উপজেলার নয় মাইল বাজারে নিয়ে আসেন কলা ব্যবসায়ী নিপেন হোসেন।এসময় রাস্তায় যানজটের কারনে বাজার ধরতে তাদের দেরি হয়।ফলে তারা সম্ভাব্য সময়ে বাজারে না পৌঁছাতে পেরে কলা গুলো বিক্রি করতে বিড়ম্বনায় পড়তে হয়।তারা সোমবার কলা গুলো বিক্রি করতে পারেনি।এমতাবস্থায় তারা সিদ্ধান্ত নেয় কলা গুলো মঙ্গলবার হাটে গিয়ে বিক্রি করবে।এরপর তারা বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় হযরত শাহ সুলতানের মাজারে আসেন মাজার জিয়ারত করতে।বেলা ২টা নাগাদ তারা মাজার চত্বর ঈদগাহ মাঠে ট্রাকটি পার্কিং করে মাজার জিয়ারত করতে যান।

এরই ধারাবাহিকতায় বিকেল ৪টার দিকে আল আমিন ও দেলোয়ার হোসেন নামে ২ যুবক সঙ্গীয় ১০/১২ জন মিলে অস্ত্রের মুখে তাদের ভয়ভীতি প্রদর্শন করে কলার মালিক ও ট্রাক ড্রাইভারকে জিম্মি করেন।এক পর্যায়ে তারা থানা পুলিশের ভয় দেখিয়ে ট্রাক ড্রাইভার ও কলার মালিককে জোরপূর্বক মহাস্থান থেকে শিবগঞ্জ উপজেলার সুদামপুর নাগরবন্দর এলাকায় নিয়ে যান।সেখানে স্থানীয় কলা ব্যবসায়ী ডাবলুর কাছে তারা কলাগুলো নামে মাত্র দামে বিক্রি করেন।একটি স্বনির্ভর যোগ্য সূত্র জানায়, কলা বিক্রির পরেই তারা কলা ব্যবসায়ীকে জিম্মি করে টাকা গুলো ছিনতাই করে নেয়।এবং তারা চালককে দ্রুত ট্রাক নিয়ে এলাকা ছাড়তে বলেন।

পরে ট্রাক চালক রিগান হোসেন তার বুদ্ধিমত্তায় জরুরী সেবা সরকারি নাম্বার ৯৯৯ এ কল করে এ বিষয়ে সহযোগীতা কামনা করেন।চালক রিগানের অভিযোগ পেয়েই কিছুক্ষণের মধ্যে শিবগঞ্জ থানা পুলিশ নাগরবন্দর এলাকায় অভিযান চালিয়ে লুট হওয়া ২৮০ (ঘাউর) ও ট্রাক উদ্ধার করে।

এসময় পুলিশ চোরাই কলা কেনার অভিযোগে রায়নগর ইউনিয়নের সুদামপুর গ্রামের কলা ব্যবসায়ী জয়নাল হোসেনের পুত্র ডাবলু মিয়াকে আটক করে থানায় নিয়ে যান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কলা মালিক নিপেনের কোন সন্ধান পাওয়া যায়নি বলে চালক রিগান জানিয়েছেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, খবর পেয়ে ফোর্স পাঠিয়ে লুণ্ঠিত কলা ও ট্রাক উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় ৪ জনের নামে মামলা দায়ের হয়েছে।অপহৃত কলার মালিককে উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 4 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x