বুধবার, ০১ মে ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা সারিয়াকান্দিতে প্রতিপক্ষের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে কুতুবপুর গ্রামের বাসিন্দা সারিয়াকান্দিতে তীব্র তাপদাহে প্রাণিসম্পদ সুরক্ষায় করণীয় বিষয়ে লিফলেট বিতরণ সারিয়াকান্দিতে সহম্রাধিক তৃষ্ণার্তদের শরবত খাওয়ালো ইসলামী দাওয়াহ্ সেন্টার জুয়া খেলে বাগমারায় জিরো থেকে হিরো কে এই ফিরোজ? তীব্র খরায় খাদ্য সামগ্রী নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে ডা. অর্ণা জামান সারিয়াকান্দিতে উপজেলা পরিষদ নির্বাচনে সাখাওয়াত হোসেন সজলকে বিজয় করা লক্ষে মতবিনিময়সভা বজ্রপাতে নিহত নাবিল খানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ,এখনো কাঁদছে পরিবার সারিয়াকান্দিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ বাবার আদর্শ ধরে মানুষের স্বার্থে মানুষের জন্য কাজ করতে চাই: সাখাওয়াত হোসেন সজল
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

কালীগঞ্জে যুবলীগ কর্মীর পায়ের রগ কর্তন করল যুবদল নেতা

লালমনিরহাটের কালীগঞ্জে আয়নাল নামের এক যুবলীগ কর্মীর পায়ের রগ কর্তন করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর বিক্রেতা যুবদল নেতা, ইউপি সদস্য রমজান ও তার বাহিনী। 

গতকাল ১৫ই এপ্রিল (সোমবার) রাত ১১ ঘটিকার সময় কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহত আয়নাল উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি এলাকার আজিজুলের ছেলে।সে কাকিনা ইউনিয়ন যুবলীগের একজন সক্রিয় কর্মী।

অভিযুক্ত রমজান কাকিনা ইউনিয়ন যুবদলের সহসভাপতি ও ৯নং মহিষামুড়ি ওয়ার্ডের ইউপি সদস্য। 

জানাগেছে, রমজান আলী মেম্বার উপজেলা প্রশাসনকে তোয়াক্কা না করে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের এর আশ্রয় প্রশ্রয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকায় নির্মিত সরকারী ঘর ভুমিহীন মানুষের নিকট বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। তার এ সকল অপর্কমের সহযোগী স্থানীয় দুই আওয়ামীলীগ নেতা।গতকাল ১৫ ই এপ্রিল ঘর না পাওয়া একজনের টাকা ফেরত চাওয়ায় রমজান বাহিনী ক্ষিপ্ত হয়ে যুবলীগ কর্মী আয়নালের উপর হামলা করে তাকে হাতুরি, বল্লম দিয়ে মারপিট করে এবং ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কর্তন করে।

আহত আয়নালকে স্থানীয়রা উদ্বার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে তার অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।বতর্মানে আয়নাল রংপুর  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রতে রয়েছেন। 

স্থানীয়রা জানান,  রমজান আলী ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে চর এলাকায় গড়ে তুলেছেন রমজান বাহিনী।আর এ রমজান বাহিনী চরের জমিদখল, সহ নানা অনিয়মের সঙ্গে জড়িত।

তারা আরও বলেন,সে এলাকার মেম্বার নির্বাচিত হওয়ার পর সে শুধু রমজান বাহিনীর লোকদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে থাকেন।এ ঘটনার ৩/৪ দিন আগেও রমজান একটি ধর্ষণ মামলার ঘটনা ধামাথামা দিতে ভুক্তভোগী তোতা মিয়ার পরিবারকে চাপ দিয়ে মামলা হতে বিরত রাখেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবীর বলেন, ঘটনাটি শুনেই প্রাথমিক তদন্ত করা হয়েছে অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − one =


অফিসিয়াল ফেসবুক পেজ

x