মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সারিয়াকান্দিতে সহম্রাধিক তৃষ্ণার্তদের শরবত খাওয়ালো ইসলামী দাওয়াহ্ সেন্টার জুয়া খেলে বাগমারায় জিরো থেকে হিরো কে এই ফিরোজ? তীব্র খরায় খাদ্য সামগ্রী নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে ডা. অর্ণা জামান সারিয়াকান্দিতে উপজেলা পরিষদ নির্বাচনে সাখাওয়াত হোসেন সজলকে বিজয় করা লক্ষে মতবিনিময়সভা বজ্রপাতে নিহত নাবিল খানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ,এখনো কাঁদছে পরিবার সারিয়াকান্দিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ বাবার আদর্শ ধরে মানুষের স্বার্থে মানুষের জন্য কাজ করতে চাই: সাখাওয়াত হোসেন সজল আমার কোন চাওয়া পাওয়া নেই,মানুষের জন্য কিছু করতে চাই:ভাইস চেয়ারম্যান প্রার্থী লিখন মিয়া বাগমারায় কৃষি মেলার উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ সারিয়াকান্দিতে উপজেলা পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্য বাছাই
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

কৃষকের আস্থা নন্দীগ্রামের ভাটরা কৃষক সেবা কেন্দ্র

কৃৃষকের আস্থা নন্দীগ্রামের ভাটরা কৃষক সেবা কেন্দ্র।সেখান থেকে অতি সহজেই কৃষকরা পাচ্ছে কৃষি সেবা।প্রায় ৪ বছর আগে এই সেবা কেন্দ্র নির্মাণকাজ সম্পন্ন হয়।সেই থেকে ওই এলাকার কৃষকরা অতি সহজেই কৃষিসেবা পাচ্ছে।কৃষকদের প্রশিক্ষণের জন্য সেখানে রয়েছে একটি কৃষক প্রশিক্ষণ কেন্দ্র।

নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের ভাটরা গ্রামে গেলেই চোখে পড়ে ৩ তলা বিশিষ্ট এই সেবা কেন্দ্র।ভাটরা কৃষক সেবা কেন্দ্রে কৃষিবিষয়ক বিভিন্ন পরামর্শ নিতে আসা কৃষকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।আর সেইসব কৃষকদের কৃষিবিষয়ক সবধরনের পরামর্শ প্রদান করছেন ওই ব্লকের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হক।সকাল হলেই এই কৃষি প্রেমী উপসহকারী কৃষি কর্মকর্তা ছুটে চলেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।

কৃষক সেবা কেন্দ্রটি ইউনিয়ন পর্যায়ে নির্মিত হওয়ায় ওই এলাকার কৃষকেরা কৃষিভিত্তিক সবধরনের সেবা পাচ্ছে।সেখানকার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বিশেষ করে ফসলের পোকামাকড়ের আক্রমণ হলে এই সেবা কেন্দ্র থেকে উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হকসহ সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তারা সরেজমিনে গিয়ে বিনা খরচে সবধরনের পরামর্শ দেন।মাটির উর্বরতা বা মাটির মান নিয়ে কোনো সমস্যা হলে তা পরীক্ষা করে সঠিক সমাধান বের করে দিয়ে থাকে।

ভাটরা ইউনিয়নে নাজমুল হক, সুমাইয়া ইয়াসমিন ও মোস্তারিন নুসরাত এই ৩জন উপসহকারী কৃষি কর্মকর্তা সেবা প্রদানের জন্য নিয়মিত ওই সেবা কেন্দ্রে উপস্থিত থাকেন।

সেখানে উপস্থিত কৃষকরা জানান, ইউনিয়ন পর্যায়ে এই কৃষক সেবা কেন্দ্র নির্মাণ করার ফলে আমাদের কষ্ট করে আর উপজেলা পর্যায়ে যেতে হয় না।আমরা খুব সহজেই ইউনিয়ন কৃষক সেবা কেন্দ্র থেকেই সবধরনের সেবা পাচ্ছি।

উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হক বলেন, আমার ভাটরা ইউনিয়নে কৃষি সেবা কেন্দ্র থাকায় খুব সহজেই কৃষকরা কৃষি সেবা পাচ্ছে।কৃষি বিষয়ক যেকোনো পরামর্শ নিতে তাদের আর উপজেলা পর্যায়ে যেতে হচ্ছে না।কৃষক সেবা কেন্দ্র থেকেই তাদের সবধরনের পরামর্শ প্রদান করা হচ্ছে।এ ছাড়াও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমরা উপজেলার কৃষকদের বিভিন্নভাবে সহযোগিতা ও পরামর্শ প্রদান করে আসছি।ভাটরা কৃষক সেবা কেন্দ্র স্থাপন হওয়ায় ওই এলাকার কৃষকরা উপকৃত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x