নওগাঁর বদলগাছী উপজেলার সদর ইউ পি হাট খোলা বাজারের পশ্চিম পার্শ্বে সরদার পাড়া আর সি সি ইউ ড্রেনেজ ব্যবস্থার কাজের উদ্বোধন করেন এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম।
২২ জানুয়ারী রোববার দুপুর ১২টায় উপজেলার বদলগাছী সদর ইউ পির বদলগাছী সরদার পাড়ায় আর সি সি ঢালাই ড্রেনেজ ব্যবস্থার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বদলগাছী- মহাদেবপুর আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি।
৪৭ লক্ষের (ভ্যাট বাদে) উর্ধে ৪৭৮ মিটার ড্রেনেজ ব্যবস্থা উদ্বোধন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু খালেদ বুলু, সাঃ সম্পাদক মিজানুর রহমান কিশোর যুগ্ম সাঃ সম্পাদক আব্দুস সালাম মন্ডল, ইউ পি চেয়ারম্যান আনোয়ার হোসেন, কৃষক লীগের সভাপতি সানাউল ইসলাম হিরো, সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু শাহিন, সাধারণ সম্পাদক সুব্রত, কুমার মন্ডল আওয়ামীলীগ নেতা বাবর আলী, বদলগাছী উপজেলা প্রকৌশলী মোকলেছুর রহমান, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম সাজু, ছাত্রলীগের উপজেলা সভাপতি সুমন হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, ঠিকাদারি দেওয়ান ট্রেডার্স প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে উন্নয়ন মুলক কাজের উদ্বোধন প্রাক্কালে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে এমপি সেলিম আশাবাদ ব্যক্ত করেন, উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকায় ভোট দিতে হবে।এখন আর মানুষ না খেয়ে থাকেনা।বিনা চিকিৎসায় মারা যায় না।এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত প্রচেষ্টায়।তাই উন্নয়নের ধারাকে বেগবান করতে শেখ হাসিনার বিকল্প নেই বলেও তিনি জানান।