শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সারিয়াকান্দিতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সাকিবুল হাসানের সারিয়াকান্দিতে ইউএনও’র সাথে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন সারিয়াকান্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২ নালিতাবাড়ী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত সারিয়াকান্দিতে অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা’ শীর্ষক ওরিয়েন্টেশন জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাত শাহজাদপুরে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুস্তাক আহমেদের মতবিনিময় অনুষ্ঠিত সারিয়াকান্দিতে বিশ্ব মা দিবস পালিত
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

ভুল পথে বাসে উঠে ধর্ষণের শিকার গৃহবধূ,চালক গ্রেফতার

ঢাকায় স্বামীর কাছে যেতে বাসে উঠেন এক গৃহবধু।কিন্তু ঐ গৃহবধূ ঢাকাগামী বাসে না উঠে ভুল করে উঠে পরেন অন্য এলাকার বাসে।এতে ঐ এলাকায় পৌছালে ঢাকাগামী এক বাস চালক ঢাকায় পৌছে দেবার কথা বলে বাসে উঠিয়ে জোরপূর্ক একাধিকবার ধর্ণ করে ঐ গৃহবধুকে।পরের দুই দিন তাঁকে একটি ভাড়া বাসায় আটকে রেখে আবারও করা হয় ধর্ষণ।এমনকি দেখানো হয় বিয়ের প্রলোভনও।

এমন এক অভিযোগের পর বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পাগলপাড়া এলাকায় এক ভাড়া বাসা থেকে ঐ গৃহবধুকে উদ্ধারপূর্ক বাস চালকেও গ্রেফতার করেছে হালুয়াঘাট থানাপুলিশ।

গ্রেফতার হওয়া বাস চালকের নাম জাহাঙ্গীর আলম (৩১)।সে হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া এলাকার আব্দুল কাদিরের পুত্র।

সে হালুয়াঘাট- ঢাকাগামী ইমাম বাসের চালক ছিলেন বলে শুক্রবার সকালে হালুয়াঘাট থানা পুলিশের এক প্রেস বিফ্রিং এ এমন তথ্য জানায় হালুয়াঘাট সার্কেল এর সহকারী পুলিশ সুপার আহসান হাবিব।

প্রেস ব্রিফিং এ আরো জানানো হয়, গত সোমবার ঢাকায় স্বামীর কাছে যাবার উদ্দেশ্যে বের হন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার এক গৃহবধূ।বাড়ি থেকে বের ময়মনসিংহ নগরীর শমভুগঞ্জ এলাকায় এসে তাঁর নানা একটি বাসে উঠিয়ে দিয়ে যান।বাসে উঠার পর তার স্বামী মোবাইল ফোনে কল করেন। ঐ নারী লোকেশন না বলতে পারায় বাসের হেল্পারকে ফোন দিতে বলেন।হেলপারের সাথে কথা বলে জানতে পারেন, সে ঢাকার বাসে না উঠে ভুল করে হালুয়াঘাটের বাসে উঠেছেন।পরে বাসের চালক গৃহবধূকে হালুয়াঘাট বাসস্ট্যান্ডে গিয়ে ঢাকাগামী অন্য বাসে তুলে দেওয়ার আশ্বাস দেন।বেলা ৩টায় বাসচালকের সহকারী ওই নারীকে বাসস্ট্যান্ডে এক দোকানের সামনে দাঁড় করিয়ে রেখে অন্য বাসে উঠিয়ে দিতে সামনে যান।এ সময় অন্য এক বয়স্ক নারী জানতে চান তিনি কোথায় যাবেন? সেখানে দাঁড়িয়ে ছিলেন হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া এলাকার বাসিন্দা ইমাম পরিবহনের বাসের চালক জাহাঙ্গীর আলম।তিনি ঘটনাটি শুনে ওই নারীর পিছু নেন।যে বাসে করে ওই গৃহবধূ হালুয়াঘাটে এসেছিলেন সেই বাসের চালক তাঁকে ঢাকাগামী একটি বাসে উঠিয়ে দেন।সুযোগ বুঝে সেই বাসে উঠে পড়েন জাহাঙ্গীর।জাহাঙ্গীর ওই নারীর সরলতার সুযোগ নিয়ে তাঁকে জানান, এই বাসে গেলে ঢাকায় যেতে গভীর রাত হয়ে যাবে।তিনি যেন তাঁর বাসে ঢাকায় যান।তাঁর বাস রিজার্ভ করা আছে এবং ধারা বাজার এলাকায় রাখা। রাত ৮টার মধ্যেই ঢাকায় নিয়ে যাবেন।

ওই নারী সরল বিশ্বাসে জাহাঙ্গীরের সঙ্গে ধারা বাজার মুরগিমহল এলাকায় নেমে পড়েন।তারপর জাহাঙ্গীর ওই নারীকে নিয়ে মুরগিমহলের পাশে নির্জন স্থানে দাঁড় করিয়ে রাখা ইমাম বাসে উঠে বসতে বলেন।বিকেল আনুমানিক ৫টার দিকে ওই বাসের চালক জাহাঙ্গীর বাসে উঠে দরজা বন্ধ করে দেন এবং ওই নারীকে ধর্ষণ করেন।ওই নারী চিৎকার করতে চাইলে গলা চেপে ধরে তাঁকে মেরে ফেলার হুমকি দেন।ধর্ষণের পর তিনি নারীকে বাসে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যান।এক ঘণ্টা পর জাহাঙ্গীর ফিরে এসে ওই গৃহবধূকে বিয়ে করবেন বলে প্রলোভন দেখান।ওই দিন রাত ১০টায় জাহাঙ্গীর ইটভাটার রিজার্ভ যাত্রী নিয়ে রওনা হন এবং ভোরে নারায়ণগঞ্জে পৌঁছান।

১৭ অক্টোবর সকালে পুনরায় ওই নারীসহ বাস নিয়ে জাহাঙ্গীর হালুয়াঘাটের উদ্দেশে রওনা হন।বেলা ৩টায় হালুয়াঘাট উপজেলার নাগলা বাজার পৌঁছে বাসের সহকারী ফয়সালকে বলেন, ‘এই মহিলাকে বিয়ে করেছি।সে তোর নতুন ভাবি।তাকে বাড়িতে নিয়ে যা।আমি রাতে আসব।’

পরে জাহাঙ্গীর রাতে ফয়সালদের বাড়িতে এসে একই পরিচয় দেন এবং ওই নারীকে দ্বিতীয়বার ধর্ষণ করেন।১৮ অক্টোবর জাহাঙ্গীর ওই নারীকে নিয়ে হালুয়াঘাট পৌর শহরের পাগলপাড়া এলাকায় স্বামী স্ত্রী-পরিচয় দিয়ে বাসা ভাড়া নেন এবং তৃতীয়বার ধর্ষণ করেন।পরে ওই নারীকে বাসায় রেখে জাহাঙ্গীর সেখান থেকে চলে যান।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না ধর্ষণের শিকার ওই নারী।পরে সুযোগ বুঝে বৃহস্পতিবার রাতে ওই নারী তাঁর বাবাকে মোবাইলে বিষয়টি জানান।ওই নারীর বাবা হালুয়াঘাট থানা পুলিশকে ঘটনাটি জানান।তাৎক্ষণিক থানা পুলিশ ওই নারীকে পাগলপাড়ার ভাড়া বাসা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পাশাপাশি অভিযান চালিয়ে সেই ইমাম বাসসহ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, এ ঘটনায় আজ সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জাহাঙ্গীর আলমকে আসামি করে থানায় একটি মামলা করেছেন ওই নারী।দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − nine =


অফিসিয়াল ফেসবুক পেজ

x