মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ রাজশাহীর তিন উপজেলায় চেয়ারম্যান হলেন যারা রাজশাহী বরেন্দ্র কলেজের নতুন অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা জাতীয় ব্লাইন্ড ক্রিকেট পরিচালনা কমিটির সভাপতি হলেন সংগীতশিল্পী ফারদিন রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালন সারিয়াকান্দিতে উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা বিয়েতে রাজি না হওয়ায় আত্মহত্যা, প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা সারিয়াকান্দির সেই মেধাবী ছাত্র সাকিবুল হাসানের দায়িত্ব নিলেন সাহাদারা মান্নান এমপি সারিয়াকান্দিতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সাকিবুল হাসানের সারিয়াকান্দিতে ইউএনও’র সাথে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

শিশুদের শেখ রাসেল ও মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে : মিজানুর রহমান মিজু

বাংলাদেশের সব শিশুর মধ্যে আজও বাঙালি জাতি শেখ রাসেলকে খুঁজে ফেরে।আমাদের মাঝে আজ শেখ রাসেল নেই, আছে তার পবিত্র স্মৃতি।দেশের শিশুদের শেখ রাসেল ও মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে।

১৮ অক্টোবর বিকাল ৫টায় ঝিনাইদহের মুজিব চত্তরস্থ লা এলিমেন্তো কনফারেন্স হলে জাতীয় স্বাধীনতা পার্টি, ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু এ কথা বলেন।

গভীর ভালোবাসা ও পরম মমতায় রাসেলকে স্মরণ এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মিজানুর রহমান মিজু বলেন, ‘আমরা চাই এমন রাসেলের মতো উজ্জ্বল শিশুর সত্তা বুকে ধারণ করে বাংলাদেশের শিশুরা বড় হোক।খুনিদের বিরুদ্ধে তারা তীব্র ঘৃণা বর্ষণ করুক।বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে দেশের সব শিশু এগিয়ে আসুক।শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বাসায় জন্মগ্রহণ করে।রাসেল নামটি শুনলেই প্রথমে যে ছবিটি সামনে আসে, তা হলো, হাস্যোজ্জ্বল, প্রাণচঞ্চল এক ছোট্ট শিশুর দুরন্তপণা, যে শিশুর চোখগুলো হাসি-আনন্দে ভরপুর।মাথাভর্তি অগোছালো চুলের সুন্দর একটি মুখাবয়ব— যে মুখাবয়ব ভালোবাসা ও মায়ায় মাখা।’

তিনি বলেন, ‘কোমলমতি শিশু রাসেলকে আমরা হারিয়েছি ১৯৭৫ সালের ১৫ আগস্টের ইতিহাসের এক নির্মম, জঘন্য ও বিভীষিকাময় রাতে।স্বাধীনতাবিরোধী, ষড়যন্ত্রকারী ও বিশ্বাসঘাতকদের হাতে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের ১৮ জন সদস্য শহীদ হন ওই কালরাতে।সেদিন ছোট্ট শিশু রাসেলও খুনিদের হাত থেকে রেহাই পায়নি।রাসেল তো বাঁচতে চেয়েছিল।বাঁচার জন্য ঘাতকদের কাছে আকুতি জানিয়েছিল, মায়ের কাছে যাবার কথা বলেছিল।মায়ের কাছে নিয়ে যাওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে ঘাতকরা তাকে নির্মমভাবে হত্যা করেছে।’

তিনি ১৫ই আগস্টের হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের জোর দাবি জানান।

মিজানুর রহমান মিজু আরো বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশি-বিদেশি যে চক্রান্ত শুরু হয়েছে যে চক্রান্ত মোকাবেলায় দলমত নির্বিশেষে সকলকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নাই।

জাতীয় স্বাধীনতা পার্টি ঝিনাইদহ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আরিফ হোসেন, ৬নং গান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন তোফা মিয়া, জাতীয় স্বাধীনতা পার্টির প্রচার সম্পাদক জুয়েল বিশ্বাস, যশোর জেলা শাখার সভাপতি নাজিম রেজা বাবু, ঝিনাইদহ সদর উপজেলা সভাপতি আয়নল হক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 18 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x