রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
সারিয়াকান্দিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও তৌহিদুর রহমান ফরিদপুর-১: আপিলে মনোনয়ন বৈধ ঘোষণা, ভোটের মাঠে লড়বেন স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন লাখাইয়ে দেড় লক্ষাধিক লোকের জন্য ডাক্তার ২ জন,চরম ভোগান্তিতে সেবা নিতে আসা রোগীরা নাটোরের সিংড়ায় দুই সন্তানের জননীর গলায় রশি দিয়ে আত্মহত্যা জনগনকে রাস্তা কিনে গোদাগাড়ী চর আষাড়িয়াদহ যেতে হয় রাজশাহীতে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন তাহেরপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ আলো খন্দকারের মৃত্যুবার্ষিকী পালিত সারিয়াকান্দিতে সংবাদ সম্মেলনে স্বীকার করলেন ঘর তোলার কথা! সারিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত সারিয়াকান্দিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

রাজশাহীতে নয় মাসে ৪২ জন কন্যাশিশু নির্যাতনের শিকার

রাজশাহীতে গত নয় মাসে (জানুয়ারী-সেপ্টেম্বর) ৪২ জন কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন।ধর্ষণ-১১ গনধর্ষন-০১ ধর্ষণের চেষ্টা-০১ যৌন নির্যাতন-০৩ ইভটিজিং-০১, হত্যা-০৪, হত্যার চেষ্টা-০২, আত্মহত্যা ০৬, আত্মহত্যার চেষ্টা-০১, অপহরণ-০৩, অপহরণের চেষ্টা ০১, নিখোঁজ-০৩, নির্যাতন ০৫ জন কন্যাশিশু।

উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) অত্র জেলায় দীর্ঘদিন যাবৎ নারী ও শিশুর উন্নয়নে কাজ করছে।মানবাধিকার সংগঠন হিসেবে লফস সংস্থার ডকুমেন্টেশন সেল থেকে রাজশাহীর প্রচারিত দৈনিক পত্রিকার সংবাদের ভিক্তিতে নিয়মিত নারী ও শিশু নির্যাতনের পরিস্থিতি প্রকাশ করে।লফস মনে করে অত্র অঞ্চলে কন্যাশিশু নির্যাতন পরিস্থিতি বিভিন্ন মাত্রায় অবনতি ঘটছে।বিষয়গুলো কারও জন্য সুখকর নয়।

এমন বাস্তবতায় ৩০ সেপ্টেম্বর ২০২৩ “বিনিয়োগে অগ্রাধিকার-কন্যাশিশুর অধিকার” এই স্লোগানে এবারের জাতীয় কন্যা শিশু দিবস-২০২৩ উৎযাপিত হচ্ছে।

সম্প্রতি সময় যেমন কিশোরী ও কন্যাশিশুরা নির্যাতনের শিকার হচ্ছে তেমনি অনেক ক্ষেত্রে তারা নিজেদের ‘আমরাও পারি’ প্রতিষ্ঠা করেছে।শিক্ষা জগতে ডিজিটাল পদ্ধতিতে তারা অগ্রগামী হয়েছে, নির্যাতন প্রতিরোধে ৯৯৯ এর ব্যবহার শিখেছে, সহপাঠিদের বাল্য বিবাহ বন্ধে উৎসাহিত করছে যা আমাদের অর্জন।আমরা চাই সকল কন্যাশিশু অধিকার প্রতিষ্ঠায় সরকারী-বেসরকারী সংস্থাগুলোর সমন্বয়ে কন্যাশিশু নির্যাতন প্রতিরোধে কার্যকরী পদক্ষেপের মাধ্যমে একিিট নিরাপদ কন্যাশিশু সহ সকল শিশু নির্যাতনমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা।

একই সাথে কন্যাশিশু সহ সকল শিশু নির্যাতন প্রতিরোধে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহবান জানান লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন।

তিনি আরও বলেন একজন শিক্ষিত নারী তার পুরো পরিবারকে শিক্ষিত করার ক্ষমতা রাখে।তিনি বলেন, একজন বন্ধু, একজন বোন, একজন স্ত্রী, একজন মা, একজন কন্যা।একটি মেয়ে শিশুকে হত্যা করা মানে এই পুরো প্রজন্মকে হত্যা করা।

কন্যা সন্তানকে বাঁচান, তাকে শ্রদ্ধা করুন।আপনার কন্যা পরিবার এবং সমাজের ভবিষ্যত।

লফস পরিবারের পক্ষ থেকে কন্যাশিশু দিবসে এই আহবান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ