শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে তৌহিদ অ্যাসোসিয়েটস এর আয়োজনে রাজধানীর মোহাম্মদপুরে সরকারি গ্রাফিক আর্টস ইন্সটিটিউট এ ‘ক্যারিয়ার মিট আপ-ঢাকা’ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে দেশের বিভিন্ন পলিটেকনিকের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সরকারি গ্রাফিক আর্টস ইন্সটিটিউটের অধ্যক্ষ ইঞ্জিঃ নীহার রঞ্জন দাস এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন তৌহিদ অ্যাসোসিয়েটস এর কো-অর্ডিনেটর তানজিদ শুভ্র।
অনুষ্ঠানে বিডি জবস এর হেড অব প্রোগ্রামস এন্ড অ্যাকটিভিশন মোহাম্মদ আলী ফিরোজ, প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর) জুবায়ের হোসেন, ওয়ালটন গ্রুপের প্রিন্সিপাল অফিসার (এইচআর) মোঃ আবু হাসান বাঁধন, বিটিসিএল এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মোঃ কাইয়ুম বাচ্চু, আইসিটি কেয়ার ও অর্জন কুরিয়ারের প্রতিষ্ঠাতা ও সিইও মোঃ সৌভিকুর রহমান, জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্স এর অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, তৌহিদ অ্যাসোসিয়েটস এর প্রতিষ্ঠাতা মোঃ তৌহিদুজ্জামান, ডুয়েট শিক্ষার্থী শাহরিয়ার প্রান্ত কথা বলেন।
উপস্থিত অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তারা ক্যারিয়ার বিষয়ক নানা পরামর্শ দেন।সরকারি, বেসরকারি চাকরি প্রস্তুতি, দেশে বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ, বর্তমান চাকরি বাজার সম্পর্কে বক্তাদের বাস্তব অভিজ্ঞতা জানান।
অনুষ্ঠানে আসা শিক্ষার্থীরা এমন আয়োজনের জন্য সন্তুষ্টি প্রকাশ করেন।
উল্লেখ্য, তৌহিদ অ্যাসোসিয়েটস শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার বিষয়ক পরামর্শমূলক এমন আয়োজন অনলাইন এবং অফলাইনে নিয়মিত করে আসছে।