সারিয়াকান্দিতে তিন কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

- আপডেট সময় : ১২:০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ ১০৫ বার পড়া হয়েছে

বগুড়া সারিয়াকান্দি উপজেলার তিন জন সরকারি কর্মকর্তার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ সেপ্টেম্বর) অফিসার্স ক্লাবের আয়োজনে ক্লাবের হলরুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদায়ী কর্মকর্তারা হলেন-উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন, উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য সুলতান মাহমুদ ও উপ-সহকারী প্রকৌশলী (প্ৰকল্প বাস্তবায়ন) আব্দুল হাদী।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা (এলজিইডি) প্রকৌশলী তুহিন সরকার, পল্লী বিদ্যুতের ডিজিএম শফিউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভিন নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসার সারওয়ার জামাল ইউসুফ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আতিকুর রহমান প্রমুখ।
বক্তারা বিদায়ী কর্মকর্তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে নতুন কর্মস্থলেও সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শেষে বদলিজনিত তিন কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে তাদের বিদায় জানানো হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন।