রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিয়েতে রাজি না হওয়ায় আত্মহত্যা, প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা সারিয়াকান্দির সেই মেধাবী ছাত্র সাকিবুল হাসানের দায়িত্ব নিলেন সাহাদারা মান্নান এমপি সারিয়াকান্দিতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সাকিবুল হাসানের সারিয়াকান্দিতে ইউএনও’র সাথে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন সারিয়াকান্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২ নালিতাবাড়ী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত সারিয়াকান্দিতে অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা’ শীর্ষক ওরিয়েন্টেশন জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাত
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

সামনে এলো ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি

এবার ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াই।৭ই জুন থেকে ইংল্যান্ডের ওভালে দুই দল এই শিরোপা দখলের লড়াইয়ে মুখোমুখি হবে।সেই নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে অনেক আগেই থেকেই।

রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল কিছুদিন আগেই দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে ৪ ম্যাচের বর্ডার-গাভাস্কর সিরিজে হারিয়েছে।তবে সেই সিরিজ এবং ফাইনালের পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা।

তবে সেই গুরুত্বপূর্ণ ফাইনাল খেলতে নামার আগে মাঠের বাইরে একটি বড় সমস্যার মুখোমুখি হয়েছে ভারতীয় দল।আপাতত ভারতীয় দলের সঙ্গে জড়িত প্রত্যেকেরই আইপিএল খেলে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন।পুরোদমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি শিবির।স্টার্ক, হ্যাজেলউডদের মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চায় না রোহিত, বিরাটরা।

সকলেই জানেন যে বাইজুস, এমপিএল এবং কিলার জিন্সের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের যুক্তি শেষ হয়ে গিয়েছিল এবং তারা নতুন স্পন্সর খুঁজছিল ভারতীয় জার্সির জন্য।কিছুদিন আগেই প্রকাশ করা হয় যে জনপ্রিয় সংস্থা অ্যাডিডাস ভারতীয় দলের পরবর্তী স্পন্সর হতে চলেছে।আজ সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় দল আগামীতে যে জার্সিগুলি গায়ে চাপিয়ে ২২ গজ দাপাতে নামবে ডিজাইন আজ প্রকাশ্যে আনলো অ্যাডিডাস।

এদিকে ভারতীয় দলের ওডিআই জার্সিটি হালকা নীল রঙের এবং টি-টোয়েন্টি জার্সিটি হয়েছে একটু গাঢ় নীল রঙের।২ জার্সির ডিজাইনও কিছুটা ভিন্ন।অ্যাডিডাসের ট্রেডমার্ক মেনে কাঁধের কাছে রয়েছে তিন লাইনের বর্ডার যা সীমিত ওভারের জার্সিগুলির ক্ষেত্রে সাদা রংয়ের।

এছাড়া ওই জার্সি দুটিতে ইন্ডিয়া কথাটি লেখা রয়েছে কমলা অক্ষরে।টেস্ট জার্সির ক্ষেত্রে কাঁধের তিন বর্ডার এবং ইন্ডিয়া কথাটি লেখা রয়েছে দিক নীল রঙের ব্যবহারে।

আগামী ৪ ঠা জুন থেকে ভারতে অ্যাডিডাসের স্টোরগুলিতে এই জার্সিগুলি চলে আসবে।সমর্থকরা চক্রবর্তী উপযুক্ত মূল্যের বিনিময় তখন এই জার্সিগুলি কিনে নিতে পারবেন

ফাইনালের ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঈশান কিষান (উইকেটরক্ষক), শ্রীকর ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনদকাট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x