মালদ্বীপে ব্যবসায়ী সাবুর তালুকদারের জন্মদিন পালিত

- আপডেট সময় : ০১:১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩ ১৬০ বার পড়া হয়েছে

গতকাল বৃহস্পতিবার (২৫ মে) মালদ্বীপের রাজধানীর গ্রান্ড ভিউ রেস্তোরাঁয় মোঃ সাবুর তালুকদার এর ৪১তম জন্মদিন পালন করেন মালদ্বীপের বিশিষ্টজনেরা।
কুমিল্লা জেলার কৃতি সন্তান মোঃ সাবুর তালুকদার জীবিকার তাগিদে মালদ্বীপে পাড়ি জমান ২০০৪ সালে।তিনি দীর্ঘ এই প্রবাস জীবনে নিজেকে ব্যবসায়ীক হিসাবে প্রতিষ্ঠিত করেন।
মোঃ সাবুর তালুকদার এর জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাতব্বর, ন্যাশনাল ব্যাংক প্রাইভেট লিমিটেড’র মালদ্বীপ শাখার লোকাল ডিরেক্টর মোঃ হান্নান খান কবির, বিশিষ্ট ব্যবসায়ীক ফোর এল ইন্টারন্যাশনাল প্রাইভেট লিঃ পরিচালক মোহাম্মদ হাদিউল ইসলাম, মালদ্বীপ রেড ক্রিসেন্টের এম কে আর কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ীক মোঃ মানিক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ীক মোঃ ফারুক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইউছুফ আলী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবদুর সবুর, ব্যবসায়ী মোঃ আবুল কালাম, মোহাম্মদ ফাইজুর রহমান, মোঃ খলিলুর রহমান, মোঃ হাফিজ শিকদার, মোঃ আনোয়ার হোসেন রাজু, মোঃ সামিম আহমেদ, মোঃ জাকির হোসেন, প্রবাসী ক্রিকেটার মোঃ কাউছার আহমেদ এবং মালদ্বীপ সাংবাদিকবৃন্দ।
উপস্থিত সকল প্রবাসীদের ভালোবাসা পেয়ে মোঃ সাবুর তালুকদার আনন্দিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের কাছে দোয়া প্রার্থনা কামনা করেন এবং তিনি সকলের সুস্বাস্থ্যে কামনা করেন মহান আল্লাহর দরবারে।
পরিশেষে অনুষ্ঠানে নৈশভোজের শেষে কেক কেট অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে জন্মদিন উদযাপিত করেন