ঘুনে ধরা সমাজ পরিবর্তন করতে হলে এবং সমাজে শান্তি আনতে হলে দ্বীনি সমাজ ব্যবস্হা প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর পক্ষথেকে রমজান মাস হচ্ছে মুমিন মুসলমানদের জন্য বড় একটি নিয়ামত, তাই এই রমজানের শিক্ষাই হচ্ছে তাক্বওয়াহ ভিত্তিক সমাজ প্রবর্তনের।
গতকাল মজলিসূ দাওয়াতুল হক বার্সেলোনা শাখার ইফতার দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে রাখেন মজলিসে দাওয়াতুল হকের সহ সভাপতি হাফিজ মাওলানা শরফ উদ্দিন আজাদ একথাগুলো বলেন।
শাখা সভাপতি মাওলানা শিব্বির আহমেদ’র সভপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ্ বদরুল হকের পরিচালনায় ১৭ রমজান ২৭মার্চ স্থান:-বায়তুল আমাল জামে মসজিদ বার্সেলোনা স্পেন।
বক্তব্যে রাখেন দারুল আমল মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস আহমদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল মজিদ।
সংগীত পরিবেশন করেন চেতনা শিল্পী গোষ্ঠীর পরিচালক হাফিজ রেজাউল করিম।
অন্যন্যদের মধ্যে উপস্তিত ছিলেন, দারুল আমল মসজিদের পরিচালক মোঃ মাসরুর আহমদ, বার্সেলোনা প্রেস ক্লাবের সভাপতি আফাজ জনিও লায়িবুর রহমান, বিশিষ্ট কমিনিটি ব্যক্তিত্ব মোঃ দুলাল আহমদ, বার্সেলোনা বিয়ানি বাজার পৌরশাখা সভাপতি আলিম উদ্দিন, বার্সেলনা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারন সম্পাদক আলিম উদ্দিন প্রমুখ।
কোরআন তেলাওয়াত করেন সহ সাধারণ সম্পাদক হাফিজ খলিলুর রহমান সুহেল।