বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ৯ প্রার্থীর মনোনয়ন দাখিল: ৩ ভাগে বিভক্ত আ.লীগ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি হলেন সামিউল ইসলাম সামি জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ-বি-১৯০২ (সিবিএ) বগুড়া জেলা কমিটি অনুমোদন সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ বিজয়ী হলেন যারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়ী লিখন মিয়া রাজশাহীতে কবরস্থান নির্মাণে ষড়যন্ত্রের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন বাঘায় সিগারেট বাঁকি না দেওয়াকে কেন্দ্র করে দোকান ভাংচুর রাজশাহী বাঘায় ২০৪ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বাঘায় রান্না ঘরের চুলার আগুনে ৫টি ঘর পুড়ে ভস্মিভূত সারিয়াকান্দিতে উপজেলা পরিষদ নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

একযুগে পা রাখলো আরসিআরইউ

সত্য, সংগ্রাম, ঐক্য এবং ঐতিহ্যেকে ধারণ করে প্রতিষ্ঠার একযুগে পা রাখলো রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)

২০১২ সালের ৮ এপ্রিল ‘সত্যের সন্ধানে’ মূলমন্ত্রকে সামনে রেখে ১১ জন কার্যকরী সদস্যের হাত ধরে কলেজের কৃষ্ণচূড়া তলায় যাত্রা শুরু করে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী এই সংগঠন।

ভারতীয় উপমহাদেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠে গড়ে ওঠা সংগঠনটি দীর্ঘ ১১ বছরে শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা এবং যৌক্তিক দাবিসমূহ সততা, সাহসিকতা ও নিষ্ঠার সাথে সুশীল সমাজের সামনে তুলে ধরেছে।পাশাপাশি রাজশাহী কলেজের ইতিহাস ও ঐতিহ্যের চিত্রও ফুটিয়ে তুলেছে।ফলে এসব গঠনমূলক নানান কার্যক্রম সম্পন্ন করে ক্যাম্পাসসহ সমগ্র রাজশাহীবাসীর মনিকোঠায় স্থান করে নিতে সক্ষম হয়েছে আরসিআরইউ।

জানা গেছে, প্রতিষ্ঠালগ্নে নির্দিষ্ট জায়গা ও নিজস্ব কার্যালয়হীন সংগঠনটির কার্যক্রম পরিচালনা হতো গাছ তলা থেকেই।প্রবল ইচ্ছাশক্তি, প্রচন্ড কর্মস্পৃহা, কঠোর সাধনা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ আর দক্ষ নেতৃত্বের সম্মিলিত প্রচেষ্টায় ক্যাম্পাসের কর্মকর্তা, কর্মচারী, ছাত্র, শিক্ষক থেকে শুরু করে সকলের বিশ্বাস ও আস্থার মূর্ত প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছে আরসিআরইউ।প্রতিষ্ঠার এই ১১ বছরে বেশ কিছু গণমাধ্যমকর্মী তৈরী করতে সক্ষম হয়েছে সংগঠনটি।যারা তাঁদের মেধা, শ্রম, কর্মদক্ষতা ও যোগ্যতা দিয়ে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে সুনামের সাথে কাজ করে আসছেন।

সংশ্লিষ্টরা বলছেন, একসময় শুধুমাত্র পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বাহিরে সাংবাদিকতা বিভাগ না থাকায় সাংবাদিকতায় আগ্রহী হলেও সাংবাদিকতা চর্চা অনেকটাই কষ্টসাধ্য ছিল।জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনের কলেজগুলোতে সাংবাদিকতা করা বা শেখার কোন সুযোগ ছিলনা বললেই চলে।স্বভাবতই কলেজ ক্যাম্পাসগুলোর সংবাদ সংগ্রহ করতেন ক্যাম্পাস সংশ্লিষ্ট এলাকার মূলধারার সাংবাদিকরা।কিন্তু গত এক দশকে সেই অবস্থার ঘটেছে আমূল পরিবর্তন।বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজেও ক্যাম্পাস সাংবাদিকতার চর্চা হচ্ছে।আর সেই ক্যাম্পাস সাংবাদিকতার চর্চার অন্যতম একটি সংগঠন আরসিআরইউ।

শুধু তাই নয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ২৮টি সূচকে টানা চারবার এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জাতীয় শিক্ষা সপ্তাহে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১৪টি সূচকে প্রতিবারই সেরার মুকুট অর্জন করেছে রাজশাহী কলেজ।পাশাপাশি মডেল কলেজের স্বীকৃতিও পেয়েছে।যার পেছনে একটি বড় অবদান রয়েছে গণমাধ্যমের।আর এটার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সংগঠনটি।

এদিকে গৌরবের একযুগে পদার্পণ উপলক্ষে ইউনিটর সকল নির্বাহী সদস্য, সদস্য, সহযোগী সদস্য, উপদেষ্টামন্ডলী, কলেজ প্রশাসন, বিভিন্ন ছাত্র সংগঠন, রাজশাহী কলেজের সকল সহশিক্ষা সংগঠন, শিক্ষার্থী, শুভাকাঙ্খী ও সাংবাদিকবৃন্দকে রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন ইউনিটির সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিম।

তারা বলেন, সারা দেশে দু-একটি ছাড়া কলেজ পর্যায়ে ক্যাম্পাস সাংবাদিকতায় সর্বপ্রথম আমরাই দ্বার উন্মোচন করেছি।২০১২ সালের ৮ এপ্রিল রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠিত হয়।প্রায় দীর্ঘ এক যুগ ধরে মুক্ত সাংবাদিকতা চর্চা, শিক্ষার্থীদের আগ্রহ অনুযায়ী টিভি, পত্রিকা, অনলাইন সাংবাদিকতায় ক্যারিয়ার গঠনে আঁতুড় ঘর হিসেবে আরসিআরইউ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে।একইসাথে পূর্বের ধারাবাহিকতায় আগামী সময়েও দেশ বিদেশের গণমাধ্যমে আরসিআরইউ সদস্যরা জায়গা তৈরি করে নেবে এমনটাই প্রত্যাশা জানান।

ইউনিটির প্রধান উপদেষ্ঠা ও রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক বলেন, সংগঠনটি সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন কর্মশালার আয়োজন করে থাকে।ফলে প্রতিষ্ঠানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পাঠদান না থাকার পরেও আগ্রহী তরুণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে সাংবাদিকতা চর্চার সুযোগ পাচ্ছে।গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ।বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে।রাজশাহী কলেজে লেখাপড়ার পাশাপাশি আজকে যারা শুধু কলেজে না পুরো নগরীর এমনকি জেলার বিভিন্ন বিষয় গণমাধ্যমে স্পষ্টভাবে তুলে ধরছে।ভবিষ্যতে তারা দেশের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 5 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x