শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সারিয়াকান্দিতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সাকিবুল হাসানের সারিয়াকান্দিতে ইউএনও’র সাথে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন সারিয়াকান্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২ নালিতাবাড়ী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত সারিয়াকান্দিতে অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা’ শীর্ষক ওরিয়েন্টেশন জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাত শাহজাদপুরে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুস্তাক আহমেদের মতবিনিময় অনুষ্ঠিত সারিয়াকান্দিতে বিশ্ব মা দিবস পালিত
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

মোংলায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

মোংলায় ফ্যানের সাথে ওড়না প্যাচানো এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মোংলা থানা পুলিশ।গায়ে আঘাতের চিহ্ণ থাকায় স্বজনরা হত্যার অভিযোগ করলে স্বামী কোচিং সেন্টারের শিক্ষক জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে ৩ জনকে আসামী করে মোংলা থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহত গৃহবধুর পিতা মোঃ লোকমান গাজী।

থানার মামলা সুত্রে ও স্বজনরা জানায়, কোচিং সেন্টারে লেখা-পড়ার সুবাদে ময়না ও শিক্ষক জাকির হোসেনর এ দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।প্রেমের সম্পর্কের এক পর্যায় মোড়েলগঞ্জের খনির খন্ড এলাকার মৃত আ: জব্বার হাওলাদারের ছেলে জাকির হোসেনে হাওলাদানের সাথে মোংলা পৌর শহরের ১ নং ওয়ার্ড টি এ ফারুক স্কুল সংলগ্ন লোকমান হোসেনের মেয়ে ফাতেমা আক্তার ময়নার সাথে বিয়ে হয়।কিন্ত পুর্বেও বিয়ে ও স্ত্রী-সন্তান রয়েছে তা গোপন করছিল স্বামী জাকির বলে অভিযোগ নিহত ময়নার স্বজনদের। বিয়ের পর থেকেই ওই দম্পত্তি মোংলা পৌর শহরের ৭নং ওয়ার্ড খোসেরডাঙ্গা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।এরই মধ্যে ময়না সন্তান সম্ভাবা হয়ে পড়লে বাচ্চা না রাখার জন্য গত ২ মাস থেকে তার উপর অত্যাচার নির্যাতন শুরু করে স্বামী জাকির ও পুর্বের স্ত্রী সন্তানরা।

রবিবার বিকালে ময়না বেগম অসুস্থের কথা বলে তার মা ও স্বজনদের খবর দেয় স্বামী জাকির হোসেন।কিন্ত মা সহ স্বজনরা বাড়িতে এসে ঘরের তালা বন্ধ দেখে তাদের সন্দহ হয়।পরে লোকজন দিয়ে ঘরের দরজা খুলে মেয়েকে ফ্যানের সাথে ঝুলতে দেখে কান্নায় ভেঙ্গে পড়ে সকললেই।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গৃহবধু ময়নার লাশ উদ্ধার করে।পরে সুরাতহাল রিপোর্ট তৈরী করতে গিয়ে গৃহবধু ময়নার গায়ে অসংখ্য আঘাতের চিহ্ণ পায় পুলিশ।

এসময় ফাতেমা আক্তার ময়নার মা-বাবা ও স্বজনরা তাদের মেয়েকে মেরে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ করেন।পরে রবিবার রাতে স্বামী জাকির হোসেনকে গ্রেফতার করা হয়।

এঘটনায় গৃহবধু ময়নার পিতা মো: লোকমান গাজী বাদি হয়ে সোমবার দুপুরে স্বামী জাকির হোসেন, বড় স্ত্রী রাশিদা সুলতানা ও তার ছেলে সিয়াম হাওলাদারকে আসামী করে মোংলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেণ।

তাদের ধারণা, মেয়ে ময়না সন্তান সম্ভাবা হওয়ার কারণেই ম্বামী জাকির, তার বড় স্ত্রী রাশিদা ও ছেলে সিয়াম মিলে ময়নাকে হত্যা করে কৌশলে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে।পুর্বের স্ত্রী ও সন্তানের তথ্য গোপন ও ময়নাকে হত্যার বিচার দাবী করেণ নিহত ময়নার স্বজনরা।

মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, নিহত গৃহবধু ময়নার গায়ে বহু আঘাতের চিহ্ণ পাওয়ায় স্বামী জাকির হোসেনকে আটক করা হয়েছে।এছাড়া লাশের ময়না তদন্ত শেষেই মৃত্যুর আসল রহস্য বেড়িয়ে আসবে।তাই রহস্য উধঘাটনের জন্য সকাল থেকেই আটক জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।এছাড়া স্থানীয় লোকজনের কাছ থেকেও তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে এবং পুলিশেন তদন্ত চলমান রয়েছে বলে জানায় পুলিশের এ কর্মকর্তা।

সোমবার বিকালে আটক স্বামী জাকির হোসেনকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x