সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান কালিগঞ্জ আদর্শ কিন্ডার গার্টেন স্কুলে পবিত্র শবে মেরাজ অনুষ্ঠান পালিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০ ঘটিকায় অএ স্কুলের শ্রেনীকক্ষে স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট সমাজসেবক শেখ হুসাইন আহমেদ গোলাম এর সভাপতিত্বে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্কুলের অধ্যক্ষ শেখ রেজওয়ান আহমেদ জীবন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সংবাদ কর্মী রেদওয়ান ফেরদৌস রনি।
এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ মোজাহার মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আবুল হোসেন, প্রভাষক মহাসিন আলী, অবসরপ্রাপ্ত পুলিশ মোজাফফর হোসেন, স্কুলের শিক্ষিকা রেহেনা পারভিন, আমেনা সুলতানা সুমি সহ স্কুলের ছাত্র-ছাত্রী বৃন্দ।
অনুষ্ঠানে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ জহুরুল ইসলাম।