বুধবার, ০১ মে ২০২৪, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা সারিয়াকান্দিতে প্রতিপক্ষের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে কুতুবপুর গ্রামের বাসিন্দা সারিয়াকান্দিতে তীব্র তাপদাহে প্রাণিসম্পদ সুরক্ষায় করণীয় বিষয়ে লিফলেট বিতরণ সারিয়াকান্দিতে সহম্রাধিক তৃষ্ণার্তদের শরবত খাওয়ালো ইসলামী দাওয়াহ্ সেন্টার জুয়া খেলে বাগমারায় জিরো থেকে হিরো কে এই ফিরোজ? তীব্র খরায় খাদ্য সামগ্রী নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে ডা. অর্ণা জামান সারিয়াকান্দিতে উপজেলা পরিষদ নির্বাচনে সাখাওয়াত হোসেন সজলকে বিজয় করা লক্ষে মতবিনিময়সভা বজ্রপাতে নিহত নাবিল খানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ,এখনো কাঁদছে পরিবার সারিয়াকান্দিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ বাবার আদর্শ ধরে মানুষের স্বার্থে মানুষের জন্য কাজ করতে চাই: সাখাওয়াত হোসেন সজল
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

আজ ১৩ প্রেক্ষাগৃহে জামশেদ-কেয়ার ‘কথা দিলাম’

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ১৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘কথা দিলাম’ সিনেমা।এই সিনেমাটিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন সাবরিনা সুলতানা কেয়া ও জামশেদ শামীম

বিডি২৯মাল্টিমিডিয়া নিবেদিত জসিম উদ্দিন আকাশ প্রযোজিত সিনেমাটি নির্মাণ করেছেন রকিবুল আলম রাকিব।সিনেমার সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

নতুন বছরে মুক্তির দিক দিয়ে এটিই হতে যাচ্ছে কেয়ার প্রথম সিনেমা।তিনি বলেন, ‘আমার চরিত্রটি বেশ বৈশিষ্ট্যমণ্ডিত এবং চরিত্রটির প্রাণ প্রতিষ্ঠায় যথেষ্ট শ্রম দিতে হয়েছে।গ্রামীণ পটভূমিতে নির্মিত এটি ভিন্ন স্বাদের একটি গল্প।পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা।আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে সবার ভালো লাগবে।’

নির্মাতা রাকিব বলেন, ‘একসময় বাংলাদেশে গ্রামীণ পটভূমির চলচ্চিত্র ছিল বেশ জনপ্রিয়।নব্বই দশকেও এ ধরনের চলচ্চিত্রের প্রতি দর্শকদের ব্যাপক আগ্রহ ছিল।তবে বর্তমানে এ ধরনের সিনেমা তেমন একটা নির্মিত হচ্ছে না।কিন্তু আমি নতুন জুটি নিয়ে গ্রামীণ গল্পে সিনেমাটি নির্মাণ করেছি।আশা করছি, সবার ভালো লাগবে।’

দর্শকদের সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে জামশেদ শামীম বলেন, ‘গল্পের প্রয়োজনে দর্শক সিনেমাটি দেখবেন।সিনেমার ধারা বুঝি না; ভালো গল্প ও নির্মাণ হলেই দর্শক সিনেমাটি উপভোগ করবেন।অভিনেতা হিসেবে বুঝি গল্প ও চরিত্র।এটি তেমনই।গল্পটি চমৎকার, গানগুলো ভালো লাগার মতো।সবাইকে সিনেমাটি দেখার অনুরোধ করব।’

প্রযোজক জসিম উদ্দিন আকাশ বলেন, ‘একটি সিনেমা বানানোর পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ মুক্তির বিষয়টি।আমার মনে হয় অন্তত এক মাস সময় পেলে সিনেমার প্রচারণা করে ইতিবাচক ফল আসে।কিন্তু প্রযোজক সমিতি থেকে সময় নিয়ে রাখলেও জটিলতা দেখা দেয় হল পাওয়া নিয়ে।মুক্তির দুই-তিন আগে জানা যায় কোথায় কোথায় চলবে সিনেমাটি।আগে জানা থাকলে ওই সকল স্থানগুলোতে গিয়ে সিনেমার প্রচারণা করা যায়।তারপরও চেষ্টা করছি মানুষের কাছাকাছি পৌঁছানোর।’

সিনেমাটিতে আরো অভিনয় করেছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম, তাহমিনা মনা প্রমুখ।

এ সিনেমায় পাঁচটি গান রয়েছে।সবগুলো গানই লিখেছেন জসিম উদ্দিন আকাশ।গেয়েছেন এস এই টুটুল, আকাশ সেন, সালমা, এস কে শানু ও হৈমন্তি করসিত দাস।

যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে কথা দিলাম: চিত্রামহল (পুরান ঢাকা), বিজিবি অডি (ঢাকা), আনন্দ (ফার্মগেট, ঢাকা), সেনা অডি (সাভার), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), মর্ডান সিনেমা (দিনাজপুর), তামান্না সিনেমা (সৈয়দপুর), রাজিয়া সিনেমা (নাগরপুর), মাধবী সিনেমা (মধুপুর), রুনা সিনেমা (চালাকচর), স্বপ্নপুরী (শ্রীনগর), পূর্বাসা সিনেমা (শান্তাহার), আনন্দ  সিনেপ্লেক্স (গুরুদাসপুর)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 4 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x