বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

নবীগঞ্জে মেয়র কাপ টুর্নামেন্টে অনিয়মের অভিযোগে শাপলার সংবাদ সম্মেলন

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা ক্রিকেট টুর্নামেন্টে নিয়ম ভেঙে ব্যাপক অনিয়ম আর কমিটির একতরফা সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে আনমনু শাপলা স্পোটিং ক্লাবের অধিনায়ক জুবেল আহমেদ।

এসময় সংবাদ সম্মেলনে মৌখিক বক্তব্য রাখেন শাপলা স্পোটিং ক্লাবের সাবেক অধিনায়ক কাজল আহমেদ, টিম ম্যানেজমেন্ট নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাবেদ মিয়া।

গতকাল রবিবার রাতে শহরের নাঈস বাংলা চায়নিজ রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।এতে লিখিত বক্তব্য পাঠ করে জুবেল আহমেদ।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ আন্তর্জাতিক নিয়মে সকল খেলা অনুষ্ঠিত হবে মর্মে এই খেলায় আনমনু শাপলা স্পোটিং ক্লাব অংশ নেয়।পরে দেখতে পেলাম খেলার সকল নিয়ম ভঙ্গ করে বিতর্কের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।উদ্বোধনী খেলার প্রথম ম্যাচটি ও অনিয়মের অভিযোগে ৩ ঘন্টা বিলম্ব হয়ে খেলা শুরু হয়।এদিকে প্রথম রাউন্ড ২য় রাউন্ড খেলায় জয়লাভ করে আনমনু শাপলা স্পোটিং ক্লাব।পরে কোয়ারটার ফাইনাল ও জয়লাভ করে।সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার আগেই টুর্নামেন্টের সকল নিয়ম ভঙ্গ করে চারটি টিমের মধ্যে লটারি মাধ্যমে খেলার চার্ট তৈরী করে মেয়র কাপ আয়োজকবৃন্দ।গত ৪ ফেব্রুয়ারী দুপুরে লটারির মাধ্যমে খেলায় অংশ নেয় আনমনু শাপলা স্পোটিং ক্লাব বনাম আনমনু স্টার।এই খেলার শুরু থেকেই স্বনিয়োগপ্রাপ্ত লিটন কমান্ড নামে এক আম্পায়ার বার বার শাপলা স্পোটিং ক্লাবের বিপক্ষে বিতর্কিত সিদ্ধান্ত দিতে থাকে।এর কারণে মাঠে সমবেত হাজার হাজার দর্শক এই আম্পায়ারের প্রতি ঘৃণা জানান।সেমিফাইনাল খেলার একপর্যায়ে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত এই আম্পায়ার দ্বারা পরিচালিত হলে কমিটির দ্বারস্ত হয় শাপলা।কমিটি তাদের কথা অনুযায়ি কোনো নিয়ম না মেনেই শাপলার হাতে ৯ উইকেট ১৯ অভার ২ বল থাকা সত্বে ও কমিটি তাদের বলয়ে আনমনু স্টার কে বিজয়ী বলে মাইকে ঘোষণা দেয়। এরপর শাপলা মাঠ ত্যাগ করে।শাপলার যৌতিক সেমিফাইনাল না দিয়ে ফাইনাল খেলার ঘোষণা দেওয়ার কারণে ৭ তারিখে যদি কোনো প্রকার অপ্রতিকর ঘটনা ঘটে এর দায়ভার পৌর মেয়রকে নিতে হবে বলে সংবাদ সম্মেলনে হুশিয়ারি দেন শাপলার প্লেয়াররা।

এব্যাপারে প্রশাসনের সার্বিক সহযোগিতা চায় শাপলা স্পোটিং ক্লাব।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয় আইনগতভাবে মেয়র কাপের অনিয়মের বিরুদ্ধে সত্য জয় প্রতিষ্ঠিত করবে শাপলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ

x
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com