ফরিদপুরের ভাঙ্গায় দৈনিক যুগান্তর পত্রিকার দুই যুগে পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ফেব্রুয়ারী) সকালে যুগান্তরের ভাঙ্গা উপজেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়।পরে একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিষ্ঠা বাষির্কী পালনে বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল কেক কাটা, র্যালি ও আলোচনা সভা।
আলোচনা সভায় দৈনিক যুগান্তরের ভাঙ্গা উপজেলা প্রতিনিধি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূইয়া, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম প্রমুখ।
এছাড়াও সেসময় আরো উপস্থিত ছিলেন, সাপ্তাহিক ভাঙ্গার খবর পত্রিকায় সম্পাদক এবং গ্লোবাল টিভির ভাঙ্গা উপজেলা প্রতিনিধি মো. মামুনুর রশিদ, দৈনিক নয়া দিগন্তের ভাঙ্গা উপজেলা প্রতিনিধি এ.টি.এম ফরহাদ নান্নু, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি সাইফুল্লাহ শামিম, খবর বাংলাদেশ পত্রিকার এম এম আসাদ মুন্সী, যায়যায় দিনের প্রতিনিধি দিলীপ দাস, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি অজয় দাস, দৈনিক জনতার রবিউল ইসলাম, এস টিভির ওবাইদুর রহমান, দৈনিক অবজারভার পত্রিকার মাহমুদুর রহমান তুরান, নয়া শতাব্দীর ভাঙ্গা প্রতিনিধি সোহাগ মাতুব্বর, দৈনিক শিরোমণি পত্রিকা ও যমুনা প্রতিদিন জেলা প্রতিনিধি মো. সাখাওয়াত হোসেন, সাংবাদিক জাকির মুন্সি, সাংবাদিক সোহেল, মাসুম আল ইসলাম, সাইফুল ইসলাম, মিরান মাতুব্বর, মো. রিপন সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।