সৈয়দ নজরুল ইসলামের ব্যাক্তিগত উদ্যোগে ৩২ হাজার কম্বল বিতরণ

- আপডেট সময় : ০৮:৪০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩ ৬৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় অসহায়-দুঃস্থ শীতার্তদের মাঝে শুক্রবার (৩ ফেব্রুয়ারী) সকালে ৭ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলা স্টেডিয়ামে এসব কম্বল বিতরণ করা হয়।এর আগে উপজেলাজুড়ে আরও কয়েক ধাপে ২৫ হাজার কম্বল বিতরণ করা হয়।
জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের ব্যাক্তিগত উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতিকুল ইসলাম, ছত্রাজিতপুর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী ছবি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল আওয়াল গণী জোহা, সমাজসেবক আল মামুন সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শীতার্তদের মাঝে কম্বল বিতরণের বিষয়ে সৈয়দ নজরুল ইসলাম জানান, শুধু এবারই নয় বরং দীর্ঘদিন থেকেই আমি শিবগঞ্জের অসহায় মানুষের জন্য কাজ করছি, এমনকি করোনার ভয়াবহ সময়গুলোতে উপজেলা জুড়ে প্রায় ২০ হাজার মানুষকে খাদ্য ও অর্থ সহায়তা দিয়েছি।