বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জাকজমকপুর্ন আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দুইদিন ব্যাপী শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রার্সা অ্যাথলেটিকস প্রতিযোগিতা শনিবার( ৪ ফ্রেরুয়ারী) সকাল ৯টায় শুরু হবে।
এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাজশাহী জেলা প্রশাসক ও জেলা কমিটির সভাপতি আব্দুল জলিল।
প্রতিযোগিতায় ৯টি উপজেলার প্রায় ৩০০ জন প্রতিযোগি বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করবে।এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্টানে রাজশাহীর সর্বস্তরের খেলোয়াড়, সংগঠক, ক্রীড়া ব্যাক্তি সহ সংস্থার কর্মকর্ত সদস্যগনকে উপস্থিত থাকার জন্য সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী অনুরোধ করেছেন।