লক্ষ্মীপুরে দেশের স্বনামধন্য পোষাক ব্রান্ড বিন্দু ফ্যাশনের আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৯মার্চ) শহরের চক বাজার এলাকা প্রতিষ্ঠানটির ১৬তম আউটলেট হিসেবে লক্ষ্মীপুর শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
বিন্দু সারা দেশে ফ্যাশন জগতে এক অনন্য নাম।পুরুষদের পোশাকের চাহিদা পূরণে সবসময় অগ্রগামী।তার-ই ধারাবাহিকতায় ১৬তম আউলেট হিসেবে লক্ষ্মীপুরের পোশাক প্রেমীদের জন্য আত্মপ্রকাশ ঘটে ফ্যাশন প্রতিষ্ঠানটির।
আউটলেটিতে ঘুরে দেখা যায়, ব্রান্ডটির নিজস্ব ও গুণগত মানসম্পন্ন প্যান্ট, শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি ও ওয়ালেটের বিশাল সমাহার।
কর্তৃপক্ষ জানিয়েছেন, ফ্যাশন ব্রান্ডটির লক্ষ্মীপুরে যাত্রা উপলক্ষ্যে সকল পণ্যের উপর চলছে ১৫% ডিসকাউন্ট।এ ছাড়াও সারাবছর বিভিন্ন দিবসে চলবে আকষর্ণীয় অফার।
সন্ধ্যায় আউটলেটটি ঘুরে দেখেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।এসময় তিনি বলেন, বিন্দু ব্রান্ড সারা দেশেই পরিচিত একটি ফ্যাশন ব্রান্ড।আশা করি লক্ষ্মীপুরেও তারা ফ্যাশনপ্রেমীদের আকর্ষণে থাকবে।
এর আগে দুপুরে ফিতা কেটে আউটলেটটি উদ্বোধন করেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল।
পরে দোয়ার আয়োজন করা হয়।দোয়া পরিচালনা করেন লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন।
বিন্দু’র লক্ষ্মীপুর আউটলেট এর পরিচালক ও সাংবাদিক সাফায়েত সাকিব এর সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন, বিন্দু ফ্যাশন ব্রান্ড এর প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম তৌহিদ, লক্ষ্মীপুর বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ, বিন্দুর হেড অফ অ্যাডমিন সাইফুল ইসলাম, সাংবাদিক রাজীব হোসেন রাজু, ফয়সাল কবির, আবদুল মালেক নিরব, কামাল হোসেন প্রমুখ।
অতিথিরা বলেন, ফ্যাশন জগতে লক্ষ্মীপুরে আরেকটি ব্রান্ডের যাত্রা শুরু হয়েছে।আমরা এ শো-রুমটির সফলতা কামনা করি এবং আশা করি লক্ষ্মীপুরে এটি ভালো সাড়া ফেলবে।এছাড়া এখানে পণ্যের দাম সীমিত রয়েছে।ক্রেতারা তাদের পছন্দের পোশাক সীমিত মূল্যে ক্রয় করতে পারবে।