বগুড়ার নন্দীগ্রামে জামালপুর পাঁচপীর দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মার্চ) দুপুরে নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের জামালপুর পাঁচপীর দাখিল মাদ্রাসা মাঠে জামালপুর পাঁচপীর দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি এনামূল হক মনিরের সভাপতিত্বে এ অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর পাঁচপীর দাখিল মাদ্রাসার সুপার সিরাজুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক প্রমুখ।
পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।