রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
জনগনকে রাস্তা কিনে গোদাগাড়ী চর আষাড়িয়াদহ যেতে হয় রাজশাহীতে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন তাহেরপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ আলো খন্দকারের মৃত্যুবার্ষিকী পালিত সারিয়াকান্দিতে সংবাদ সম্মেলনে স্বীকার করলেন ঘর তোলার কথা! সারিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত সারিয়াকান্দিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত সারিয়াকান্দিতে থানার নবাগত ওসির যোগদান ও বিদায়ী ওসিকে সংবর্ধনা রাজশাহীতে ৬৫ হাজার ২০৫ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল সারিয়াকান্দি উপজেলা বাল্য বিবাহ নিরোধ কমিটির কর্মশালা অনুষ্ঠিত রাজশাহী শিক্ষা বোর্ড কর্মকর্তা জাহিদুরের বিরুদ্ধে শ্লীলতাহানি’র অভিযোগ
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

লাখাইয়ে নানা অনিয়ম ও দূর্নীতি বি এস বালিকা উচ্চ বিদ্যালয়ে

লাখাই’র একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয়ে অনিয়ম যেন নিয়মে পরিনত হয়েছে।দীর্ঘদিন যাবত এ বিদ্যালয়ের বিরুদ্ধে নানা অনিয়ম ও-দুর্নীতির বিষয়টি উঠলেও সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষ নির্বিকার।ফলশ্রুতিতে অনিয়ম-দুর্নীতির মাত্রা দিন দিন বেড়েই চলেছে।

সম্প্রতি অভিযোগ উঠেছে এ বিদ্যালয়ের এস,এস,সি ফরম পুরনের সাথে অতিরিক্ত পাঠদানের নামে অর্থ আদায়,উপবৃত্তি প্রাপ্ত ছাত্রীদের নিকট থেকে মাসিক বেতন আদায় এর মতো বিষয়।

বিদ্যালয় সুত্রে জানা যায়, বি এস বিদ্যালয়ের ২৬৪ জন ছাত্রী উপবৃত্তি পেয়ে থাকে।এ উপবৃত্তি প্রাপ্ত ২৬৪ জন ছাত্রীর নিকট থেকে মাসিক বেতনের অর্ধেক হারে বেতন আদায় করে চলেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।ফলে যে লক্ষ্যে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় আনা হয়েছে তাতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

খোঁজ নিয়ে আরো জানা যায়, এ বিদ্যালয়ের ষষ্ট শ্রেনীর ৭৩ জন ছাত্রী উপবৃত্তির আওতায় এবং তাদের নিকট থেকে মাসিক বেতন আদায় করছে ৬৫ টাকা হারে, ৭ম শ্রেনীর ৮৪ জন উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হচ্ছে ৭০ টাকা হারে, ৮ম শ্রেণির শিক্ষার্থীর ৩৯ জন উপবৃত্তি আওতাভূক্ত এবং এদের কাছে থেকে আদায় করা হচ্ছে ৭৫ টাকা হারে, ৯ম ও ১০ ম শ্রেণির উপবৃত্তি পাওয়া শিক্ষার্থী ৬৮ জন এবং তাদের নিকট থেকে মাসিক বেতন আদায় করা হচ্ছে ৮০ টাকা করে।

এ বিষয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করীম এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিকট থেকে মাসিক বেতন এর অর্ধেক হারে বেতন এর টাকা আদায় করার কথা স্বীকার করেন।উপবৃত্তি প্রাপ্ত ছাত্রীদের কাছে থেকে বেতন আদায় করা জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কোন নির্দেশনা আছে কি না জানতে চাইলে তিনি কোন সদোত্তর দিতে পারেননি।

এ সংক্রান্ত বিষয়ে কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব কে প্রশ্ন করা হলে তিনি জানান শিক্ষা মন্ত্রণালয়ের কোন নির্দেশনা নেই বলে আমার শিক্ষা প্রতিষ্টানের কোন ছাত্র /ছাত্রীদের কাছ থেকে কোন প্রকার বেতন ভাতা নেই না।

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল্লাহ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, উপবৃত্তি প্রাপ্ত কোন ছাত্র/ছাত্রীদের কাছ থেকে কোন প্রকার বেতন নেয়ার কোন বিধান নেই।উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে যদি কোন শিক্ষা প্রতিষ্টান অনিয়ম ও দূর্নীতি করে তা হলে তদন্ত করে প্রমানিত হলে ঐ শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকদের বিরুদ্ধে বিধিমালা মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ধরনের অভিযোগ পাওয়া গেছে বলে অবহিত করলে তিনি জানান, তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায় তা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যপারে ছাত্রী ও অভিভাবকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ