বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ৬৫ হাজার ২০৫ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল সারিয়াকান্দি উপজেলা বাল্য বিবাহ নিরোধ কমিটির কর্মশালা অনুষ্ঠিত রাজশাহী শিক্ষা বোর্ড কর্মকর্তা জাহিদুরের বিরুদ্ধে শ্লীলতাহানি’র অভিযোগ বাগমারায় নৌকার বিজয় সুনিশ্চিত : আবুল কালাম আজাদ সারিয়াকান্দিতে নির্বাচন উপলক্ষে আ.লীগের বর্ধিত সভা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কাজ করার সময় হাতেনাতে ধরলো পুলিশ বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটি গঠন টানা চতুর্থবার পর্যটনে সেরা গন্তব্য খেতাব পেয়েছে মালদ্বীপ নৌকা মানে উন্নয়ন,দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেন : দারা রাজশাহীতে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফজলুল হক মনির জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

ঝিনাইদহ-২ আসনে মিজানুর রহমান মিজুর ব্যাপক নির্বাচনী গণসংযোগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর-হরিণাকুন্ডু) আসনে ব্যাপক নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন ঐ আসনের সম্ভাব্য প্রার্থী জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু।

গত এক সপ্তাহ ধরে তিনি নির্বাচনী এলাকা ঝিনাইদহ পৌরসভা, মধুহাটি, মধুপুর বাজার সহ বিভিন্ন জায়গায় জনসাধারণের সাথে মতবিনিময় করছেন এবং নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচারণা চালাচ্ছেন।

উল্লেখ্য, এর আগে তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে জাতীয় যুক্তফ্রন্টের ব্যানারে প্রার্থী হয়েছিলেন।পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মহাজোটের শরিক হিসেবে নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন কিন্তু মনোনয়ন পাননি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার তিনি মহাজোটের প্রার্থী হিসেবে হাইকমান্ডে মনোনয়ন চাইবেন বলে নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, জাতীয় স্বাধীনতা পার্টির পক্ষ থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই সংবিধান অনুযায়ী নির্বাচনের দাবি জানাচ্ছি।অসাংবিধানিক উপায়ে কাউকে রাষ্ট্রী ক্ষমতা দখল করতে দেয়া হবে না।দেশ বিরোধী সকল ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মোকাবেলা করা হবে।

তিনি বলেন, আমি আমার নির্বাচনী এলাকায় প্রায় ২৫ বছর ধরে জনগণের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই আসনের জনগণ যে উন্নয়ন প্রত্যাশা করেছিল, যোগ্য নেতৃত্ব না পাওয়া তাদের সেই কাক্সিক্ষত উন্নয়ন এখনো সম্ভব হয়নি। সর্বোপরি তাদের ভাগ্যে তেমন কোন উন্নয়ন হয়নি।আমি এই আসন থেকে নির্বাচিত হলে এলাকার সকলকে নিয়ে ঝিনাইদহ-২ আসনকে সারাদেশে উন্নয়নের রোল মডেলে পরিণত করবো।

তিনি আরো বলেন, ইতিমধ্যে আমি জাতীয় স্বাধীনতা পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছি।গ্রামগঞ্জ, হাটবাজার সর্বত্রই জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি।জনগণের বন্ধু হিসেবে বিপদে-আপদে সবসময়ই জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্র এলাকায় আমার ভূমিকাকে মূল্যায়ন করে আমাকে ঝিনাইদহ-২ আসনে মনোনয়ন দিবেন বলে প্রত্যাশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ