ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে অবসরপ্রাপ্ত সাবেক কর্মকর্তা ও কর্মচারীদের পারিবারিক রেশনের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
১৪ অক্টোবর শনিবার বেলা সাড়ে ১১টায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে মধুখালী প্রেসক্লাব চত্বরে লিখিত বক্তব্য পাঠকরেন সাবেক এসআই মোঃ জাহিদুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ১ জানুয়ারী ২০২০খ্রিঃ পূর্বে অবসর করি।অবসর গ্রহণ পরবর্তী পারিবারিক রেশনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বরাবরে কয়েকবার আবেদন করি।বিষয়টি নিয়ে বার্ষিক পুলিশ সপ্তাহ পালনকালীন সময়ে আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের পারিবারিক রেশন প্রদানের আশ্বাস দেন।পরবর্তীতে ১ জানুয়ারী ২০২০ খ্রিঃ থেকে অবসারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের পারিবারিক রেশন প্রদানের নিদের্শ দেন।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিদের্শে সারাদেশে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে পারিবারিক রেশন বিতরণ করা হয়।দুর্ভাগ্যবশত ১ জানুয়ারী ২০২০খ্রিঃ পূর্বে যারা অবসরে যাই তারা পারিবারিক রেশন থেকে বঞ্চিত হই।আমরা বাংলাদেশ পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত সকল কর্মকর্তা ও কর্মচারী পারিবারিক রেশন প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে সদয় সহানুভুতি কামনা করছি।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ নজরুল ইসলাম, মোঃ হারুনর রশিদ, মোঃ আবু বক্কার সিদ্দিক, মোঃ শহিদুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম ও প্রফল্ল কুমার সাহাসহ প্রমুখ।
এ সময় উপজেলার প্রায় শতাধিক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।