রবিবার, ০৫ মে ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সারিয়াকান্দিতে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান প্রার্থী শাহজাহান আলী সারিয়াকান্দিতে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী লিখন মিয়া বাবা মায়ের স্বপ্ন পূরন করা হলো না এনজিও কর্মী সঞ্জয়ের সারিয়াকান্দি উপজেলা পরিষদ নিবার্চন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম ও আশিক রাজশাহীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে গ্লুকোজ বিতরণ রাজশাহীতে দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন দুর্গাপুরে প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে আবাদি জমিতে পুকুর খনন মোহনপুরে মদ্যপান অবস্থায় বাইক আরোহী নিহত,আহত ২ মান্দায় মহান মে দিবস পালিত মে দিবসে খাবার স্যালাইন,ক্যাপ ও পানি বিতরণ করল রাজশাহী শিক্ষা বোর্ড
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

সিপিডি’র মজুরি প্রস্তাব গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবিতে ব্যাহত করার চেষ্টা : বজলুর রহমান বাবলু

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার ৫৬৮ টাকা করতে সিপিডি’র প্রস্তাবকে বিভ্রান্তিকর ও দুরভিসন্ধিমূলক আখ্যায়িত করে এ প্রস্তাবকে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ের দাবিকে ব্যাহত করার প্রচেষ্টা হিসেবে দাবি করে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বজলুর রহমান বাবলু।

গতকাল ১১ অক্টোবর (বুধবার) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের অনুষ্ঠিত এক সভায় তিনি এ দাবি করেন।

বজলুর রহমান বাবলু বলেন, গত ৮ অক্টোবর রাজধানীতে এক অনুষ্ঠানে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার ৫৬৮ টাকা প্রস্তাব করে।গার্মেন্টস শ্রমিকদের সংগঠনগুলো গত ১ অক্টোবর নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের কাছে ৬৫ শতাংশ মূল বেতন, বাৎসরিক ১০% ইনক্রিমেন্ট ৫টি গ্রেড কাঠামোয় পোষাক শিল্প শ্রমিকদের ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরির ঐক্যবদ্ধ দাবি করে ঠিক তখনি সিপিডি এ ধরনের প্রস্তাবনা বিভ্রান্তিকর, দুরভিসন্ধিমূলক ও শ্রমিক সমাজের স্বার্থহানির চেষ্টা ছাড়া আর কিছু নয়।সিপিডির এই মজুরি প্রস্তাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাখ্যান করছি।২০১৮ সালে ১৬ হাজার টাকা মজুরির দাবিতে যখন গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছিল তখনও এ সংস্থাটি ষড়যন্ত্রমূলকভাবে ন্যূনতম মজুরি ১০ হাজার ২৮ টাকা করার প্রস্তাব করেছিল।যার ফলে তৎকালীন সময়ে সরকার ও মালিক গোষ্ঠী ৮ হাজার টাকার একটি প্রহসনমূলক মজুরি নির্ধারণ করে।

তিনি বলেন, বিজ্ঞানী আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন মানব কল্যাণে ও ভূগর্ভস্থ খনিজ পদার্থ আবিষ্কার এবং উত্তোলনে ব্যবহারের জন্য।কিন্তু সেটা যখন যুদ্ধে মানব ধ্বংসের জন্য ব্যবহৃত করা হয়েছিল।এজন্য তিনি গবেষণা বন্ধ করে তার সব সম্পদ বিশ্বে যারা মানব কল্যাণে কাজে বিশেষভাবে অবদান রাখবে তাদের নোবেল পুরস্কার দেওয়ার মাধ্যমে ব্যয় করা হবে বলে দান করে যান।আমাদের দেশে সিপিডি গবেষণা করে শ্রমিকদের সামনে যুক্তিহীন তথ্য উপস্থাপন করায় এ প্রতিষ্ঠানের পূর্বের সফলতা অর্জনের সবটুকু বিসর্জন দিয়েছে।

বজলুর রহমান বাবলু সিপিডির এ প্রস্তাবকে ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে বাজারদরের সঙ্গে সঙ্গতি রেখে মজুরি বৃদ্ধি দাবির আন্দোলনে সতর্ক ও সচেতন থাকার জন্য গার্মেন্টস শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, সিপিডি ৭টি গ্রেড থেকে কমিয়ে ৬টি করার প্রস্তাব করে।এতে ৫ ও ৬ গ্রেডকে একটি গ্রেড করার প্রস্তাব করা হয়েছে।অন্য গ্রেডগুলোর মধ্যে ৫ নম্বর গ্রেডে ১৯ হাজার ৩১০ টাকা, ৪ নম্বর গ্রেডে ২১ হাজার ৮০৮ টাকা, ৩ নম্বর গ্রেডে ২৩ হাজার ৫৩৩ টাকা, ২ নম্বর গ্রেডে ৩৪ হাজার ৬০৩ টাকা এবং ১ নম্বর গ্রেডে ৪১ হাজার ৫ টাকা করার প্রস্তাব করা হয় সিপিডির পক্ষ থেকে।সিপিডির সব প্রস্তাবই প্রত্যাখ্যান করেছে গার্মেন্টস শ্রমিকদের সকল সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + twenty =


অফিসিয়াল ফেসবুক পেজ

x