শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে গ্লুকোজ বিতরণ রাজশাহীতে দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন দুর্গাপুরে প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে আবাদি জমিতে পুকুর খনন মোহনপুরে মদ্যপান অবস্থায় বাইক আরোহী নিহত,আহত ২ মান্দায় মহান মে দিবস পালিত মে দিবসে খাবার স্যালাইন,ক্যাপ ও পানি বিতরণ করল রাজশাহী শিক্ষা বোর্ড জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের উদ্যোগে মহান মে দিবস পালন সারিয়াকান্দিতে দর্জি শ্রমিক ইউনিয়নের মহান মে দিবসে র‌্যালি ও শ্রমিক সমাবেশ সারিয়াকান্দিতে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের র‍্যালী ও শ্রমিক সমাবেশ সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

বিশ্বকাপে সেরা বাবর-কোহলি নন,সেরা পারফর্মার হবে অন্য ক্রিকেটার

একেকজনের পছন্দ একেক রকম হওয়াটাই স্বাভাবিক।কেউ বলেছেন বাবর আজমের কথা, কেউ নিয়েছেন বিরাট কোহলির নাম।তবে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের প্রশ্নে বেশিরভাগের বাজিই ভারতের উঠতি তারকা শুবমান গিলের ওপর।

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হচ্ছে বিশ্বকাপের ১৩তম আসর।এই বিশ্বকাপে তারকা ব্যাটসম্যানের ছড়াছড়ি।কিন্তু বিশ্বকাপে সেরাদের সেরা ব্যাটসম্যান কে হবেন? মানে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক কে হতে পারেন? এ নিয়ে চলছে নানা আলোচনা।

সম্প্রতি স্টার স্পোর্টস প্রশ্নটি করেছিল তাদের বিশ্লেষক দল ও সাবেক ক্রিকেটারদের।একেকজনের পছন্দ একেক রকম হওয়াটাই স্বাভাবিক।কেউ বলেছেন বাবর আজমের কথা, কেউ নিয়েছেন বিরাট কোহলির নাম।তবে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের প্রশ্নে বেশির ভাগের বাজিই ভারতের উঠতি তারকা শুবমান গিলের ওপর।

গিলকে এগিয়ে রাখার ক্ষেত্রে সবাই একই রকমের ব্যাখ্যা দিয়েছেন—ভারতীয় ওপেনারের সাম্প্রতিক দুর্দান্ত ফর্ম।২০১৯ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক গিলের।সেই থেকে ভারতের হয়ে খেলেছেন ৩৫ ওয়ানডে। ৬৬.১০ গড়ে ১৯১৭ রান করেছেন তিনি।৬ সেঞ্চুরির পাশাপাশি আছে ৯টি ফিফটি।সর্বোচ্চ ইনিংসটি ২০৮ রানের।

গিলের সর্বশেষ টুর্নামেন্ট ছিল এশিয়া কাপ।সেখানেও ব্যাট হাতে ভারতের ওপেনার ছিলেন দুর্দান্ত।৬ ইনিংসে ৭৫.৫০ গড়ে ৩০২ রান করে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক।একটি সেঞ্চুরির পাশাপাশি আছে দুটি ফিফটি।

গিলকে নিয়ে উচ্ছ্বসিত ভারতের নারী ক্রিকেটার মিতালি রাজ বলেছেন, ‘আমি বাজি ধরব গিলের পক্ষেই।সে যদি সাম্প্রতিক ছন্দটা বিশ্বকাপে নিয়ে যেতে পারে, তা হলে সর্বোচ্চ রান সংগ্রাহক সে-ই হবে।’অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার ওয়াটসন, পাকিস্তানের সাবেক কোচ ও ফাস্ট বোলার ওয়াকার ইউনিস এবং ভারতের সাবেক স্পিনার পিযুস চাওলাও একই কথা বলেছেন।

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডু প্লেসি আর ভারতের সাবেক পেসার ইরফান পাঠানের ভোট পড়েছে কোহলির বাক্সে।ইরফান বাড়তি কিছু সংযোজন না করে সরাসরি বলেছেন, ‘আমার পছন্দ বিরাট কোহলি।’

ডু প্লেসি অবশ্য কোহলির পক্ষে ভোট দেওয়ার ব্যাখ্যা দিয়েছেন এভাবে— ‘টুর্নামেন্টটা যেহেতু ভারতে, বিরাট কোহলিকেই এগিয়ে রাখতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 10 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x