শাহিনুর ইসলাম প্রান্ত [স্টাফ রিপোর্টার]
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কোমল-মতি শিশুদের মাঝে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগের ব্যাক্তিগত উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১ অক্টোবর) উপজেলার নওদাবাস ইউনিয়নের পূর্ব নওদাবাস, ধওলাই ও পাগলার বাজারে ক্রীড়া সামগ্রী গুলো তুলে দেন উপজেলা আ.লীগের উপ-দপ্তর সম্পাদক মিলন সরকার ও উপজেলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার সাদাত পাটোয়ারী রিপন।
ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল, ক্রিকেট ব্যাট-বল ও ভলিবলসহ ক্রীড়া সামগ্রী দেয়া হয়।