শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বিয়েতে রাজি না হওয়ায় আত্মহত্যা, প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা সারিয়াকান্দির সেই মেধাবী ছাত্র সাকিবুল হাসানের দায়িত্ব নিলেন সাহাদারা মান্নান এমপি সারিয়াকান্দিতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সাকিবুল হাসানের সারিয়াকান্দিতে ইউএনও’র সাথে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন সারিয়াকান্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২ নালিতাবাড়ী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত সারিয়াকান্দিতে অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা’ শীর্ষক ওরিয়েন্টেশন জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাত
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

বগুড়ায় সাংবাদিক টুলু’র কথোপকথন বিকৃত করে অপপ্রচার করায় জিডি

বগুড়ায় বাংলাদেশ প্রতিদিন বগুড়ার সিনিয়র রিপোর্টার আব্দুর রহমান টুলু’র কথোপকথন এডিটিং ও বিকৃত করে অপপ্রচারের ঘটনায় বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।

সাংবাদিক টুলুর কথোপকথন এডিটিং ও বিকৃত করে অপপ্রচার ঘটনায় শুক্রবার রাতে বগুড়া সদর থানায় এ ডায়েরী করেন তিনি।

জিডিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে তিনি সাধারণ ডায়েরীতে উল্লেখ করেন যে, তিনি বিগত ১৪ বছর যাবৎ দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সাংবাদিক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।গত ১৪ আগস্ট সোনাতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলা টেলিভিশন ও যায়যায়দিন পত্রিকার বগুড়া প্রতিনিধি ইমরান হোসাইন লিখনের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলেছিলেন।তার ব্যক্তিগত বিভিন্ন বিষয়ের ১৭ মিনিট ৪৫ সেকেন্ডের কথোপকথন এডিটিং ও বিকৃত করে ১ মিনিট ৪৩ সেকেন্ডে রুপান্তর করেন লিখন।

উদ্দেশ্যে প্রনোদিতভাবে ২২ আগস্ট সেই অডিও রেকর্ডটি বিভিন্ন জনের মেসেঞ্জার এবং হোয়াটস্যাপের মাধ্যমে ‘সাংবাদিক টুলুর ফোনালাপ ফাঁস’ শিরোনামে প্রচার করে।সেখানে বহুল প্রচারিত দৈনিক করতোয়া পত্রিকা নিয়ে কিছু কথাকে বিকৃত করে প্রচার করে।এসব বিকৃত কথাবার্তার সাথে প্রকৃত কথোপকথনের কোন মিল নেই।আগের ও পিছনের কথাগুলো বাদ দিয়ে বিশেষ উদ্দেশ্য নিয়ে এই রেকর্ডটি প্রচার করে দৈনিক করতোয়া পরিবারের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করার অপচেষ্টা করা হয়েছে।একইভাবে সামাজিক ও মানসিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে।

সাধারণ ডায়েরীতে তিনি আরো উল্লেখ করেন, গত ২৩ আগস্ট থেকে ‘শাজাহানপুর প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজ থেকে আমার গলার এই বিকৃত অডিও কল রেকর্ডটি প্রচার করা হচ্ছে।সেখানে অডিও প্রচারের পাশাপাশি আমাকে নিয়ে একথা মিথ্যা, বানোয়াট লেখা প্রকাশ করে মানহানী করা হয়েছে।এমন এডিটিং অডিও বিকৃত করে প্রকাশ করার ফলে আমি সব দিক থেকে ক্ষতিগ্রস্থ হয়েছি।বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, এ সংক্রান্ত সাধারণ ডায়েরী হয়েছে।প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x